Motorola Edge 40 Vs Realme 11 Pro Plus compare: মিড রেঞ্জের ফোন মানেই অধিকাংশ গ্রাহকের পছন্দের তালিকায় থাকে দুটি ব্র্যান্ড, Motorola এবং Realme। সদ্যই Realme -এর তরফে মিড রেঞ্জের একটি ফাটাফাটি ফোন বাজারে আনা হয়েছে। এই Realme 11 Pro Plus ফোনটিকে বাজারে টেক্কা দেবে Motorola Edge 40। দুটো ফোনেই আছে দুর্দান্ত সব ফিচার, কিন্তু সেরা কে?
Motorola Edge 40 ফোনে আছে 158.4X72X7.6 mm এর ডায়মেনশন। এটার ওজন 167 গ্রাম। ফলে যাঁরা হালকা ওজনের ফোন চান তাঁদের জন্য এটা ভীষণই আদর্শ। এখানে IP 68 রেটিং আছে।
অন্যদিকে Realme 11 Pro Plus ফোনটিতে আছে 161.6X73.9×8.2 mm ডায়মেনশন। এটির ওজন 183 গ্রাম।
Motorola Edge 40 ফোনটিতে গ্রাহকরা পাবেন 6.55 ইঞ্চির একটি Poled ডিসপ্লে। এখানে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন আছে। এখানে ভাইব্রান্ট কালার পাওয়া যাবে।
Realme 11 Pro Plus ফোনটিতে আছে 6.7 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে সহ 1080X2412 পিক্সেলের রেজোলিউশন। এখানে হাই কনট্রাস্ট এবং ওয়াইড কালার গ্যামুট পাওয়া যাবে।
Motorola -এর ফোন চলে MediaTek Dimensity 8020 প্রসেসরের সাহায্যে। অন্যদিকে Realme -এর ফোনে আছে MediaTek Dimensity 7050 প্রসেসর। Motorola Edge 40 -তে পাবেন 8 GB RAM এবং 128 বা 256 GB ইন্টারনাল স্টোরেজ।
Realme 11 Pro Plus ফোনটিতে আছে 12 GB RAM সহ 256 বা 512 GB ইন্টারনাল স্টোরেজ। এমনকি এখানে 1 TB পর্যন্ত স্টোরেজ পেতে পারেন। ফলে যাঁরা অনেক বেশি স্টোরেজ চান তাঁদের জন্য দ্বিতীয় ফোনটি সেরা।
Motorola -এর ফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এখানে প্রাইমারি ক্যামেরায় পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের সেন্সর সহ 13 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। আর ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।
আর Realme -এর ফোনে পাবেন 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা। এখানে বাকি দুই ক্যামেরায় আছে 8 এবং 2 মেগাপিক্সেলের সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় এখানেও 32 মেগাপিক্সেলের সেন্সর পাবেন।
4400 mAh ব্যাটারি আছে Motorola Edge 40 -তে। এখানে 68W ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন। এখানে ওয়্যারলেস চার্জিং -এর সুবিধা পাবেন।
অন্যদিকে Realme 11 Pro Plus ফোনটিতে আছে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি।
আরও পড়ুন: 5000mAh Battery Phones: 2023-এ লঞ্চ হওয়া শক্তিশালী ব্যাটারি ফোন খুঁজছেন? দেখুন এই 6 ডিভাইস
ফলে দ্রুত চার্জ এবং শক্তিশালী ব্যাটারি চাইলে Realme বাছুন। তবে এখানে Motorola -এর মতো ওয়্যারলেস চার্জিং এর সুবিধা পাবেন না।
Realme 11 Pro Plus ফোনটির 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল Amazon থেকে 34,999 টাকায় কেনা যাবে। আর 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল 31,999 টাকায়। অন্যদিকে Motorola Edge 40 ফোনটির 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 79,999 টাকা।