Realme -এর তরফে Realme 11 Pro লঞ্চ করতে চলা হচ্ছে। অন্যদিকে Lava বাজারে নিয়ে এল তাদের Lava Agni 2 5G ফোনটিকে। এই Lava Agni 2 5G এবং Realme 11 Pro- এই দুটি ফোনেই আছে একই পরিমাণ RAM।
যদিও Lava -এর ফোনে আছে বেশি পরিমাণ রেজোলিউশন অর্থাৎ 2460X1080 রেজোলিউশন আছে এখানে Realme 11 Pro -এর তুলনায়। সেখানে আছে 2412X1080 পিক্সেলের রেজোলিউশন। দুটো ফোনেই আছে একই পরিমাণ ইন্টারনাল স্টোরেজ।
কোন ফোনের ডিসপ্লে কেমন?
Lava Agni 2 5G ফোনটিতে গ্রাহকরা পাবেন 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে অনেকটাই ছোট Realme 11 Pro এর তুলনায়। সেখানে আছে 6.7 ইঞ্চির একটি স্ক্রিন। Lava Agni 2 5G ফোনটিতে আছে একটি IPS LCD ডিসপ্লে।
Realme 11 Pro -তে আছে AMOLED ডিসপ্লে। Lava -এর ফোনে আছে 91.7% স্ক্রিন টু বডি রেশিও। Realme 11 Pro ফোনে আছে 90.4% স্ক্রিন টু বডি রেশিও।
Realme -এর ফোনে আছে 20:1.9 অ্যাসপেক্ট রেশিও আর Lava -এর ফোনে আছে 20.9 অ্যাসপেক্ট রেশিও।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.