Lava Agni 2 5G Vs Realme 11 Pro: দুই বাজেট ফোনের মধ্যে সেরা কোনটা? ফিচারের নিরিখে এগিয়ে কে?

Updated on 18-May-2023
HIGHLIGHTS

Lava -এর তরফে শীঘ্রই লঞ্চ করা হল Lava Agni 2 5G

অন্যদিকে Realme -এর তরফে আনা হচ্ছে Realme 11 -কে

দুটো ফোনেই গ্রাহকরা পাবেন একই RAM

Realme -এর তরফে Realme 11 Pro লঞ্চ করতে চলা হচ্ছে। অন্যদিকে Lava বাজারে নিয়ে এল তাদের Lava Agni 2 5G ফোনটিকে। এই Lava Agni 2 5G এবং Realme 11 Pro- এই দুটি ফোনেই আছে একই পরিমাণ RAM।

যদিও Lava -এর ফোনে আছে বেশি পরিমাণ রেজোলিউশন অর্থাৎ 2460X1080 রেজোলিউশন আছে এখানে Realme 11 Pro -এর তুলনায়। সেখানে আছে 2412X1080 পিক্সেলের রেজোলিউশন। দুটো ফোনেই আছে একই পরিমাণ ইন্টারনাল স্টোরেজ। 

কোন ফোনের ডিসপ্লে কেমন?

Lava Agni 2 5G ফোনটিতে গ্রাহকরা পাবেন 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে অনেকটাই ছোট Realme 11 Pro এর তুলনায়। সেখানে আছে 6.7 ইঞ্চির একটি স্ক্রিন। Lava Agni 2 5G ফোনটিতে আছে একটি IPS LCD ডিসপ্লে।

Realme 11 Pro -তে আছে AMOLED ডিসপ্লে। Lava -এর ফোনে আছে 91.7% স্ক্রিন টু বডি রেশিও। Realme 11 Pro ফোনে আছে 90.4% স্ক্রিন টু বডি রেশিও।

Realme -এর ফোনে আছে 20:1.9 অ্যাসপেক্ট রেশিও আর Lava -এর ফোনে আছে 20.9 অ্যাসপেক্ট রেশিও। 

আরও পড়ুন: 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হবে Samsung এর আপকামিং ফোন, সামনে এল দাম এবং ফিচার

কোন ফোনে কত মেমোরি আছে?

Lava এবং Realme দুটো ব্র্যান্ডের আসন্ন ফোনেই 8 GB RAM আছে, সঙ্গে আছে 256 GB ইন্টারনাল স্টোরেজ। দুটো ফোনেই মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। 

কোন ফোনের ক্যামেরা ভাল?

Realme 11 Pro ফোনে আছে 100 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে।

অন্যদিকে Lava Agni 2 5G ফোনে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড রিয়ার ক্যামেরা। দুটো ফোনেই আছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 

আরও পড়ুন: Oppo F23 5G ফোনের বিক্রি শুরু, প্রথম সেলেই 2500 টাকার ছাড় দিচ্ছে Amazon

কোন ফোনে কোন সফটওয়্যার আছে?

Lava Agni 2 5G এবং Realme 11 Pro ফোন দুটিতে আছে অ্যান্ড্রয়েড 13।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :