একসঙ্গে একগুচ্ছ Foldable স্মার্টফোন বাজারে লঞ্চ করতে চলেছে। একাধিক যন্ত্র একদম রেডি দেশীয় বাজারে আসার জন্য। এখানে আছে Google, Samsung, Oppo মতো ব্র্যান্ডের ফোন।
Google Pixel Fold, Samsung Galaxy Z Fold 5 এবং Oppo Find N2 Flip শীঘ্রই দেশে লঞ্চ করতে চলেছে। এর মধ্যে কোন ফোনটি আপনার পছন্দের তালিকায় রাখবেন?
Samsung Galaxy Z Fold 5 ফোনটি তুলনামূলক ভাবে চওড়া এবং লম্বা। এটির ওজন প্রায় 254 গ্রাম। এটির 154.9mm লম্বা এবং 67.1 mm চওড়া।
অন্যদিকে Google Pixel Fold ফোনটি 139.7 mm লম্বা এবিং 79.5 mm চওড়া। এটির ওজন 283 গ্রাম।
Oppo Find N2 Flip ফোনটি 132.2 mm লম্বা এবং 72.6 mm চওড়া। এটির ফোন 233 গ্রাম।
Google -এর ফোনটি সাদা এবং কালো রঙে কেনা যাবে। অন্যদিকে Oppo -এর ফোনটি সাদা, কালো, সবুজ রঙে কেনা যাবে। তবে Samsung -এর ফোনটি কোন কোন রঙে উপলব্ধ হবে সেটা এখনও জানা যায়নি।
Samsung Galaxy Z Fold 5 ফোনটিতে আছে 7.8 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে এখানে 1768X2208 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে। থাকবে 363 PPI ডেনসিটি B
Google Pixel Fold ফোনে 7.6 ইঞ্চির একটি OLED ডিসপ্লে থাকবে যেখানে 1840X2208 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে। এখানে 378 PPI ডেনসিটি থাকবে।
Oppo Find N2 Flip ফোনটিতে 7.1 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকবে। এখানে 1792X1920 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে 370 ppi ডেনসিটি সহ।
Google এবং Oppo এই দুটির ফোনেই 120 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে যেখানে যথাক্রমে 1200 এবং 1500 নিটসের ব্রাইটনেস মিলবে। Oppo Find N2 Flip ফোনে HDR 10+ সাপোর্ট পাওয়া যাবে। Samsung -এর ফোনের তথ্য এখনও পাওয়া যায়নি।
তিনটি ফোনেই 12 GB RAM আছে। Samsung Galaxy Z Fold 5 ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে চলবে। Oppo Find N2 Flip ফোনটি Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে চলবে। Google Tensor G2 প্রসেসর থাকতে পারে Google Pixel Fold -এ।
Samsung আর Oppo -এর ফোনে অ্যান্ড্রয়েড 12 -এর সাপোর্ট থাকলেও, Google -এর ফোনে অ্যান্ড্রয়েড 13 -এর সাপোর্ট থাকবে।
Samsung -এর Foldable ফোনে 25W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4700 mAh ব্যাটারি, Google -এর ফোনে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4821 mAh ব্যাটারি থাকতে পারে। Oppo ফোনে 67W 4520 mAh ব্যাটারি থাকতে পারে যা 10 মিনিটে 37% চার্জ তুলতে সক্ষম।
তিনটি ফোনেই ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। Samsung Galaxy Z Fold 5 এর প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 12 এবং 10 মেগাপিক্সেলের ক্যামেরা।
Google Pixel Fold ফোনে আছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ দুটো 10 মেগাপিক্সেলের সেন্সর। আর Oppo Find N2 Flip ফোনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 48 এবং 32 মেগাপিক্সেলের সেন্সর।
Samsung -এর ফোনে ফ্রন্ট ক্যামেরায় আছে 12 মেগাপিক্সেলের সেন্সর, Google -এর ফোনে আছে 10 মেগাপিক্সেলের সেন্সর এবং Oppo -এর ফোনে ডুয়াল LED ফ্ল্যাশ সহ 32 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে।
Samsung Galaxy Z Fold 5 ফোনটি 12 জুলাই লঞ্চ করতে পারে। এটির দাম 1,65,000 টাকা মতো রাখা হতে পারে।
Google Pixel Fold ফোনটি তাদের I/O ইভেন্টে লঞ্চ করবে। এই ইভেন্ট 10 মে অনুষ্ঠিত হবে। এটি তারপর 11 মে ভারতীয় বাজারে আসবে। এটির দাম 1,45,000 টাকা হতে পারে।
অন্যদিকে Oppo Find N2 Flip এখন Flipkart থেকে কেনা যাচ্ছে। এটির দাম 94,890 টাকা রাখা হয়েছে।