Google Pixel 7a Vs iPhone SE 3: ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লের বিচারে কোন মিড রেঞ্জের ফোন সেরা?
Google -এর তরফে লঞ্চ করা হল Pixel 7a
Google I/O ইভেন্টে লঞ্চ হল এই ফোন
বাজারে এই ফোনের সঙ্গে জোর টক্কর হবে iPhone SE 3 -এর
Google -এর তরফে লঞ্চ করা হল Pixel 7a। এটি Google I/O ইভেন্টে 10 তারিখ লঞ্চ করে। ভারতে 11 তারিখ থেকে উপলব্ধ হল এই ফোন।
ভারতে এই ফোনের দাম রাখা হয়েছে 43,999 টাকা। বাজারে এই ফোনে সঙ্গে টক্কর হবে iPhone SE 3- এর। কিন্তু দুটির মধ্যে সেরা কে? দেখুন দুইয়ের তুলনা।
Google Pixel 7a Vs iPhone SE 3- তুলনা
কার কত দাম?
Google -এর তরফে Pixel 7a ফোনটিকে 43,999 টাকায় লঞ্চ করা হয়েছে। অন্যদিকে iPhone SE 3 ফোনটির দাম একটু বেশি, 49,900 টাকা। এই দামে 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল পাবেন।
কোথায় কী প্রসেসর আছে?
Pixel 7a ফোনটিতে আছে Tensor G2 প্রসেসর। iPhone SE 3 -তে আছে A15 বায়োনিক চিপসেট। এটা 2022 সালে লঞ্চ করেছিল। একই চিপসেট আছে iPhone 14 এবং 14 Plus -এ।
কোন ফোনের ডিসপ্লে সেরা?
Pixel 7a -তে আছে 90 Hz রিফ্রেশ রেট সহ 6.1 ইঞ্চির Full HD+ OLED ডিসপ্লে। iPhone SE 3 -এর ডিসপ্লে সাইজ ছোট, এখানে 4.7 ইঞ্চির রেটিনা HD LCD ডিসপ্লে আছে।
iPhone SE 3 -এ IPS টেকনোলজি আছে। দুটো ফোনেই আছে IP67 রেটিং যা জল এবং ধুলো প্রতিরোধ করবে।
কোন ফোনের ক্যামেরা ভাল?
Pixel 7a -তে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় আছে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 13 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। 13 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে।
iPhone SE 3 -তে একটাই রিয়ার ক্যামেরা আছে যেখানে 12 মেগাপিক্সেলের সেন্সর সহ ফ্রন্ট ক্যামেরায় 7 মেগাপিক্সেলের সেন্সর পাওয়া যাবে।
ব্যাটারির নিরিখে এগিয়ে কে?
Pixel 7a ফোনে আছে 4385 mAh ব্যাটারি। এখানে ফাস্ট চার্জিং -এর সুবিধা পাওয়া যাবে। Qi সার্টিফায়েড ডিভাইস দিয়ে ওয়্যারলেস চার্জিং করা যাবে।
20W ফাস্ট চার্জার -এর সাহায্যে iPhone SE 3 আধ ঘণ্টায় 50% চার্জ তুলতে পারে। এখানে 2018 mAh ব্যাটারি আছে।
কোনটা ভাল?
যদি সমস্ত ফিচার দেখা যায় তাহলে ক্যামেরা থেকে ব্যাটারি, ডিসপ্লে সব কিছুর নিরিখে Pixel 7a এগিয়ে থাকবে iPhone SE 3 -এর তুলনায়, তাও কম দামে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile