Google Pixel 7a সদ্যই লঞ্চ করল দেশে। এই ফোনটি এখন মাত্র 39,999 টাকায় কেনা যাচ্ছে। তবে এটিকে হুবহু দেখতে Pixel 7 ফোনটির মতো।
এখানে Pixel 7 -এর মতোই হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুই আছে। কিন্তু দুটোর মধ্যে কোনটা কেনা উচিত? যেহেতু দুটো ফোনের অনেক মিল আছে সেহেতু আপনার কনফিউসন হতেই পারে। সেক্ষেত্রে দেখুন দুইয়ের তুলনা এবং বুঝুন কোন ফোন আপনার জন্য সঠিক।
যদিও Google Pixel 7a -কে অনেকটাই Pixel 7 -এর মতো দেখতে তবুও দুটোর মধ্যে আছে বিস্তর ফারাক। Google Pixel 7 -এ আছে গ্লাস প্যানেল, অন্যদিকে Pixel 7a -তে আছে প্ল্যাস্টিক রিয়ার প্যানেল। Pixel 7 -এ আছে IP68 রেটিং, আর Pixel 7a -তে আছে IP67 রেটিং।
Pixel 7 এবং 7a দুটো ফোনেই আছে 90 Hz রিফ্রেশ রেট এবং AMOLED ডিসপ্লে। Pixel 7 ফোনটিতে আছে 6.3 ইঞ্চির একটি ডিসপ্লে। অন্যদিকে Pixel 7a ফোনটিতে আছে 6.1 ইঞ্চির একটি ডিসপ্লে।
Pixel 7 ফোনটিতে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর। আর Pixel 7a ফোনটিতে আছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। Pixel 7a -তে আছে 13 মেগাপিক্সেলের আরও একটি রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা।
অন্যদিকে Pixel 7 ফোনটিতে আছে 12 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা সহ 10.8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। দুই ফোনেই 4K ভিডিও রেকর্ড করা যায়।
Pixel 7 এবং 7a দুটোতেই আছে Google Tensor G2 প্রসেসর। দুই জায়গাতেই আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। দুটো ফোনে সিঙ্গেল ন্যানো সিম কার্ড এবং ই-সিম কার্ডের সুবিধা আছে। মাল্টি টাস্কিং বলুন কিংবা ভারী কোনও কাজ করার ক্ষেত্রে দুটো ফোনেই একই অভিজ্ঞতা পাবেন।
দুটো ফোনেই আছে 4300 mAh ব্যাটারি। এখানে ওয়্যারলেস এবং ওয়্যার্ড চার্জ দুটোরই সাপোর্ট করে। Pixel 7 -এ আছে 20W ফাস্ট চার্জিং -এর সুবিধা আর 7.5W ওয়্যারলেস চার্জিং। আর Pixel 7a -তে 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা আছে।
Pixel 7 -এর দাম 10,000 টাকা বেশি 7a -এর তুলনায় অর্থাৎ 49,999 টাকা দাম এটির। তবে এই 10,000 টাকার বিনিময়ে আপনি বড় ডিসপ্লে, IP68 রেটিং, তুলনামূলক ফাস্ট চার্জিং- এর সুবিধা পাবেন।