Google Pixel 6A vs Nothing Phone 1: বাজারে দুটোর জনপ্রিয়তাই বিপুল, কিন্তু কোনটা সেরা?

Updated on 01-Apr-2023
HIGHLIGHTS

Google Pixel 6A, Nothing Phone 1 দুটোই হল মিড রেঞ্জের ফোন

31,999 টাকায় কেনা যায় Google Pixel 6A

Nothing Phone 1- এর দাম 37,999 টাকা

অনেকেই বাজেট ফোন, বা প্রিমিয়াম ফোনের বদলে মাঝামাঝি কিছু একটা চান। সেক্ষেত্রে মিড রেঞ্জের ফোনগুলো তাঁদের কাছে একটা সেরা অপশন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায়, ভারতে একাধিক মিড রেঞ্জের ফোন আছে যেগুলো যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনই চাহিদা আছে সেগুলোর। তেমন দুটি ফোন হল Google Pixel 6A ও Nothing Phone 1। এই দুটো ফোনের দাম কাছাকাছি। দুটো ফোনেই মিলবে দুর্দান্ত সব ফিচার। আছে ফাটাফাটি লুক। বাজারে চাহিদার ক্ষেত্রে দুটোই একে অন্যকে জোর টক্কর দেয়। তাই আপনি যদি মিড রেঞ্জের ফোন কিনতে চান তাহলে সেটা কেনার আগে সব দিক বিচার করে নিন। আর দেখে নিন এই দুই ফোনের তুলনা। 

কোন ফোনের কত দাম?

দামের নিরিখে Google Pixel 6A তুলনায় সস্তা। এটির দাম 31,999 টাকা। অন্যদিকে Nothing Phone 1 -এর দাম ভারতে 37,999 টাকা। 

Google Pixel 6A নাকি Nothing Phone 1, কার লুক সেরা?

গ্রাহকরা 60 Hz রিফ্রেশ রেট সহ 6.1 ইঞ্চির একটি Full HD+ OLED ডিসপ্লে পাবেন Google Pixel 6A ফোনটিতে। এখানে সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস 3। অন্যদিকে 120 Hz রিফ্রেশ রেট সহ 6.55 ইঞ্চির একটি Full HD OLED ডিসপ্লে আছে Nothing Phone 1 -এ। এখানে সুরক্ষার জন্য আছে গোরিলা গ্লাস 5। 

ক্যামেরার বিচারে এগিয়ে কোন ফোন?

এখানে গ্রাহকরা পাবেন 12.2 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 12 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। এখানে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা আছে। এই ফোনের ক্যামেরায় আছে একগুচ্ছ ফিচার যেমন স্কিন টোন, ম্যাজিক ইরেজার, ইত্যাদি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা আছে Nothing Phone 1- এ। আরেকটি ক্যামেরাতেও 50 মেগাপিক্সেলের সেন্সর আছে। এখানে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য। 114 ডিগ্রির FOV মিলবে এই ফোনের ক্যামেরায়। 

Google Pixel 6A নাকি Nothing Phone 1, কার পারফরমেন্স সেরা?

5nm Tensor চিপসেট মিলবে Google Pixel 6A ফোনে। এটির সঙ্গে Mali G78 যুক্ত আছে। এখানে আছে 2×2.80 GHz Cortex-X1, 2×2.25 GHz Cortex-A76, 4×1.80 GHz Cortex-A55 কোর। অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে চলে এই ফোন। এখানে মিলবে 3 বছরের সফটওয়্যার আপডেট সহ 5 বছরের সিকিউরিটি আপডেট। এছাড়া এখানে মিলবে লাইভ ট্রান্সক্রিপশন, রেকর্ডার অ্যাপ, লাইভ ট্রান্সলেশনের মতো একাধিক অত্যাধুনিক ফিচার। ফিচার। Qualcomm Snapdragon 778 G+ প্রসেসরের সাহায্যে চলে এই ফো।  এখানে আছে 2.5 GHz Cortex-A78, 3×2.4 GHz Cortex-A78, 4×1.8 GHz Cortex-A55 কোর। এখানে 3 বছরের সফটওয়্যার আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট মিলবে। 

কোন ফোনের ব্যাটারি বেস্ট?

18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4410 mAh ব্যাটারি মিলবে Google Pixel 6A ফোনটিতে। Nothing Phone 1 -এ আছে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা মিলবে।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :