Coca Cola নামটা শুনলেই একটাই কথা মনে পড়ে কোল্ড ড্রিংকস। গ্রীষ্মকালের এক চুমুক তৃপ্তি। এবার এই কোম্পানি কোল্ড ড্রিংকসের বদলে লঞ্চ করতে চলেছে স্মার্টফোন। হ্যাঁ, ঠিকই পড়লেন স্মার্টফোন। এই রিপোর্টে জানানো হয়েছে যে চলতি বছরের মার্চ মাসের মধ্যেই নাকি ভারতে এই Coca Cola স্মার্টফোন লঞ্চ হবে। ইতিমধ্যে এই স্মার্টফোনের ছবি প্রকাশ্যে এসেছে। যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে কোকা কোলার নাম লেখা থাকতে দেখা গিয়েছে। শোনা গিয়েছে ভারতীয় কোনও স্মার্টফোন সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে কোকা কোলা। আর দুজনে হাত মিলিয়েই এই স্মার্টফোনটি লঞ্চ করছে।
মুকুল শর্মা, একজন টিপস্টার এই বিষয়ে জানিয়েছেন যে কোকা কোলা কোম্পানির এই স্মার্টফোন 2023 এর প্রথম ভাগেই, বলা ভাল প্রথম তিন মাসের মধ্যে দেশে লঞ্চ করতে পারে। যে ছবি প্রকাশ্যে এসেছে এই ফোনের সেখান থেকে দেখে মনে হচ্ছে এই ফোনটির সঙ্গে Realme 10 4G ফোনটির বেশ মিল আছে। তাই অনেকেই আবার ভাবছেন যে হয়তো Realme- এর সঙ্গে হয়তো এই কোম্পানি হাত মিলিয়েছে, আর তারা জুটি বেঁধে ভারতে এই স্মার্টফোন আনছে।
https://twitter.com/stufflistings/status/1617833490963402754?ref_src=twsrc%5Etfw
এমন চমকপ্রদ তথ্য পাওয়ার পর নিশ্চয় আপনার জানতে ইচ্ছে করছে যে এই ফোনে কী কী ফিচার মিলবে? তাহলে জানাই, যে ছবি সামনে এসেছে তাতে এটা দেখা গিয়েছে যে এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় থাকবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। সঙ্গে একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার জন্য এবং ভিডিও কলের জন্য থাকবে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এই ফোন যে লাল রঙের হতে চলেছে কোকা কোলার ব্র্যান্ড কালারের মতো সেটা বোঝা যাচ্ছে।
এই ফোনে 90 HZ রিফ্রেশ রেট যুক্ত 6.5 ইঞ্চির একটি Full HD AMOLED ডিসপ্লে থাকবে। এটি চলবে MediaTek Helio G99 প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 13- এর সাহায্যে। এখানে 8 GB RAM 128 GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। এই স্টোরেজ চাইলে বাড়ানো যাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে। এছাড়া মনে করা হচ্ছে এই ফোনে আগামীতে নতুন থিম যুক্ত হতে পারে। স্কিন কাস্টোমাইজ করা যেতে পারে। কানেকটিভিটির জন্য 3.5mm অডিও জ্যাক থাকবে এখানে। 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। 28 মিনিটেই হয়ে যাবে 50% চার্জ।