CMF Phone 1: রোটেটিং ডায়ল সহ আসছে সিএমএফ ফোন ১, প্রকাশ হল ভিডিও, জানুন কী থাকবে বিশেষ
সিএমএফ (CMF) এর প্রথম স্মার্টফোন CMF Phone 1 শীঘ্রই লঞ্চ হতে চলেছে
নাথিং সব-ব্র্যান্ড তার X (টুইটার) প্ল্যাটফর্মে 15 সেকেন্ডের একটি টিজার ভিডিও শেয়ার করেছে
আশা করা হচ্ছে যে প্রথম ডায়লটি সিএমএফ ফোন ১ এর হতে পারে, এবং বাকি দুটি CMF Buds 2 এবং CMF Watch Pro 2 হতে পারে
সিএমএফ (CMF) এর প্রথম স্মার্টফোন CMF Phone 1 শীঘ্রই লঞ্চ হতে চলেছে। গত সপ্তাহে কোম্পানি তার আপকামিং ফোনের লঞ্চের ঘোষনা করেছিল। এখন কোম্পানি সিএমএফ ফোন ১ এর একটি ভিডিও টিজার পোস্ট করেছে। ভিডিওতে একটি ইউনিক রোটেটিং ডায়ল প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, কোম্পানি তার ভিডিওতে নতুন ইয়ারবাড এবং স্মার্টওয়াচ লঞ্চের ইঙ্গিত দিয়েছে।
লেটেস্ট ভিডিওতে সিএমএফ ফোন ১ এর রিয়ার প্যানেলে ম্যাট ফিনিশ কালারে দেখা গেছে। আশা করা হচ্ছে যে এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট সহ আসবে।
X পোস্টে রোটেটিং স্মার্ট ডায়ল ঘুরছে
নাথিং সব-ব্র্যান্ড তার X (টুইটার) প্ল্যাটফর্মে 15 সেকেন্ডের একটি টিজার ভিডিও শেয়ার করেছে। এটির টাইটাল ‘Reinventing the wheel’ দেওয়া হয়েছে। ভিডিওতে তিনটি ডায়ল রোটেটিং অপস্থায় দেখা যাচ্ছে। আশা করা হচ্ছে যে প্রথম ডায়লটি সিএমএফ ফোন ১ এর হতে পারে, এবং বাকি দুটি CMF Buds 2 এবং CMF Watch Pro 2 হতে পারে।
Reinventing the wheel. pic.twitter.com/sReOSubTKB
— CMF by Nothing (@cmfbynothing) June 11, 2024
আরও পড়ুন: Price Drop: সস্তা হল OnePlus 12R 5G, লঞ্চের 4 মাসে একধাপে কমে গেল দাম, জানুন কোথায় পাবেন এই ছাড়
CMF Phone 1 এর দাম কত হবে
আপকামিং সিএমএফ ফোনটি 19,000 টাকার দামে লঞ্চ হতে পারে। সম্প্রতি কয়েকটি লিকে ফোনের দাম সম্পর্কে জানা গিয়েছে। তবে ফোনের বিক্রি ফ্লিপকার্ট (Flipkart) থেকে হবে এটি নিশ্চিত করা হয়েছে।
সিএমএফ ফোন ১ মডেলের কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে
- আশা করা হচ্ছে যে এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট সহ আসতে পারে।
- ফোনটি ৩৩ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট সহ আসবে।
- শুধু তাই নয়, সিএমএফ ফোন ১ ফোনটি নথিং ফোন ২এ মডেলের রিব্র্যান্ড ভার্সন হবে।
- তবে নথিং ফোন তার ট্রান্সপেরেন্ট ডিজাইনের জন্য জনপ্রিয়, যা সিএমএফ ফোন ১ মডেলে দেখা যাবে না। ফোনের রিয়ার প্যানেল কমলা রঙের লেদার ফিনিশ ডিজাইন দেখা গিয়েছে।
- আগে আসা লিক অনুযাযী, সিএমএফ ফোন ১ অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টামে চলবে।
- আপকামিং ফোনের ডিসপ্লেতে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED স্ক্রিন হবে।
- ফটোগ্রাফির জন্য ফোনে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার থাকতে পারে।
- ফোনে ৮ জিবি পর্যন্ত RAM এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট দেওয়া যেতে পারে।
- পাওয়ার দিতে আপকামিং স্মার্টফোনে ৫০০০ এমএএইচ এর ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: Realme GT 6 ফোনে থাকবে Snapdrgon 8s Gen 3 প্রসেসর সহ পাওয়ারফুল ফিচার, কোম্পানি নিজেই করল কনফার্ম
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile