প্রথম CMF Phone 1 আজ ভারতে হবে লঞ্চ, 50MP ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর থাকবে

প্রথম CMF Phone 1 আজ ভারতে হবে লঞ্চ, 50MP ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর থাকবে
HIGHLIGHTS

CMF Phone 1 আজ অর্থাৎ 8 জুলাই দুপুর 2.30 টায় লঞ্চ করা হবে

এই ফোনের ডেডিকেটেড ল্যান্ডিং পেজ অনলাইন শপিং সাইট Flipkart এ লাইভ করা হয়েছে

সিএমএফ ফোন 1 মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসরে চলবে

Nothing এর সব-ব্র্যান্ড CMF আজ ভারতে তার প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি প্রথম ফোনটি CMF Phone 1 হবে। লঞ্চের আগেই আপকামিং ফোনের একাধিক তথ্য অনলাইনে প্রকাশ হয়েছে। শুধু তাই নয়, জল্পনা বাড়ানোর জন্য সিএমএফ ফোন 1 এর একাধিক স্পেসিফিকেশন নিশ্চিত করে দিয়েছে।

আপকামিং সিএমএফ ফোন 1 এর প্রতিযোগিতা OnePlus Nord CE 4 Lite, Vivo T3, iQOO Z9 and Realme P1 এর মতো ফোনের সাথে হবে।

আরও পড়ুন: Deal Alert: 5000 টাকা সোজা ছাড় Realme 5G ফোনে, 256GB স্টোরেজ এবং 50MP ফ্ল্যাগশিপ সোনি ক্যামেরা রয়েছে

কখন লঞ্চ হবে CMF Phone 1

সিএমএফ ফোন 1 আজ অর্থাৎ 8 জুলাই দুপুর 2.30 টায় লঞ্চ করা হবে। এই ফোন সম্পর্কে কোম্পানি তার অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেল থেকে একের পর এক পোস্ট করছে।

এই ফোনের ডেডিকেটেড ল্যান্ডিং পেজ অনলাইন শপিং সাইট Flipkart এ লাইভ করা হয়েছে।

সিএমএফ ফোন 1 ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

কোম্পানি লঞ্চের আগেই সিএমএফ ফোন 1 এর ডিসপ্লে, প্রসেসর, RAM, ব্যাটারি এবং ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছে

ডিসপ্লের কথা বললে, কোম্পানি জানিয়েছে যে নতুন ফোনে সুপার AMOLED ডিসপ্লে অফার করা হবে। ফোনটি 6.67-ইঞ্চির ডিসপ্লে সহ আসবে। এটি 2000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

প্রসেসর সম্পর্কে কোম্পানি বলেছে যে সিএমএফ ফোন 1 মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসরে চলবে।

RAM এর কথা বললে, নতুন ফোন স্মুদ মাল্টিটাস্কিংয়ের জন্য 16GB পর্যন্ত RAM সহ আনা হবে।

CMF Phone 1 specification
8 জুলাই দুপুর 2.30 টায় লঞ্চ করা হবে সিএমএফ ফোন 1

ক্যামেরার ক্ষেত্রে সিএমএফ ফোন 1 এ 500MP রিয়ার ক্যামেরা থাকবে। ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে।

পাওয়ার দিতে নতুন সিএমএফ ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। ফোনটি একবার চার্জে 2 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

কত দামে ভারতে আসবে নতুন সিএমএফ ফোন 1

টিপস্টার যোগেশ বরার তার পোস্টে আগেই জানিয়েছে যে সিএমএফ ফোন 1 ফোনটি 15,999 টাকার শুরুর দামে আসতে পারে। এই দামে ফোনের 6GB RAM/128GB স্টোরেজ কেনা যাবে। এছাড়া ফোনের 8GB RAM/128GB স্টোরেজের দাম 17,999 টাকা হতে পারে।

আরও পড়ুন: Robot commits Suicide: শুধু মানুষ নয় কাজের চাপে নাজেহাল রোবট ও ! সিঁড়ি থেকে ঝাঁপ দিয়ে করল আত্মহত্যা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo