CMF Phone 1 India Launch date: নথিং সিএমএফ ফোন ১ এর ভারতীয় লঞ্চ তারিখ প্রকাশ, জানুন কবে আসছে এই সস্তা ফোন
Nothing এর সব-ব্র্যান্ড সিএমএফ ভারতে তার প্রথম স্মার্টফোন CMF Phone 1 এর লঞ্চের ঘোষনা করে দিয়েছে
শেয়ার করা ছবিতে নতুন ডিভাইস সিএমএফ ফোন ১ আগামী মাসে 5 জুলাই ভারতে লঞ্চ হবে বলে লেখা রয়েছে
লিক অনুযায়ী, সিএমএফ ফোন ১ এর 6GB RAM+128GB স্টোরেজ অপশনটি 19,999 টাকায় আসতে পারে
Nothing এর সব-ব্র্যান্ড সিএমএফ ভারতে তার প্রথম স্মার্টফোন CMF Phone 1 এর লঞ্চের ঘোষনা করে দিয়েছে। এখন আপকামিং সিএমএফ ফোন ১ ফোনের লঞ্চ তারিখও প্রকাশ হয়েছে। তবে কোম্পানির তরফে এখন আপকামিং ফোনের তারিখ জানানো হয়েনি। অনলাইনে একটি লিক পোস্টরে ফোনটি 5 জুলাই আনা হবে বলা হয়েছে। লেটেস্ট ডিভাইসের জন্য মাইক্রোসাইট প্রথমেই Flipkart-এ লাইভ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই নতুন আপডেট এবং মোবাইলে কী স্পেসিফিকেশন দেওয়া হবে।
CMF Phone 1 ভারতীয় লঞ্চ তারিখ
সোশ্যাল মিডিয়া X (টুইটার) প্ল্যাটফর্মে টিপস্টার @technerd_9 একটি ছবি শেয়ার করেছে। এখানে ডিভাইসের লঞ্চ তারিখ প্রকাশ করা হয়েছে। শেয়ার করা ছবিতে নতুন ডিভাইস সিএমএফ ফোন ১ আগামী মাসে 5 জুলাই ভারতে লঞ্চ হবে বলে লেখা রয়েছে। টিপস্টার জানিয়েছে যে কোম্পানি আগামী 26 জুন আপকামিং সিএমএফ ফোনের অফিসিয়াল ডিজাইন প্রকাশ করবে।
আরও পড়ুন: লঞ্চের আগেই OPPO Reno 12 এবং Reno 12 Pro ফোনের দাম লিক! আগামীকাল 18 জুন আসছে বাজারে
CMF Phone 1 is launching on 5th of July. official design leaks to be released on June 26. pic.twitter.com/T0GY0fxwfh
— Technerd (@Technerd_9) June 17, 2024
পোস্ট করা ছবিতে স্মার্টফোনের পুরো রিয়ার প্যানেল দেখা যাচ্ছে। এর থেকে অনুমান করা হচ্ছে যে ফোনটি ডুয়াল ক্যামেরা সেটআপ সহ আসবে। সঙ্গে LED Flash -ও থাকবে।
সিএমএফ ফোন ১ স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে
ডিসপ্লে: সিএমএফ ফোন ১ -এ 6.67-ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে থাকতে পারে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
প্রসেসর: প্রসেসিংয়ের জন্য ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 অক্টাকোর চিপসেট থাকতে পারে।
ক্যামেরা: সিএমএফ ফোন ১ ডুয়াল রিয়ার ক্যামেরা সহ আসতে পারে। এতে 50MP মেইন সেন্সর থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
ব্যাটারি: পাওয়ার দিতে লেটেস্ট ফোনে 5000mAh এর বড় ব্যাটারি দেওয়া যেতে পারে। এটি চার্জ করার জন্য 33W ফাস্ট চার্জিং থাকতে পারে।
CMF Phone 1 এর ভারতে কত দাম হবে
লিক অনুযায়ী, সিএমএফ ফোন ১ এর 6GB RAM+128GB স্টোরেজ অপশনটি 19,999 টাকায় আসতে পারে। তবে অফারের পর এটি 17,000 টাকায় দেওয়া যেতে পারে।
আরও পড়ুন: Airtel Prepaid Plan: 56 দিনের Amazon Prime সহ 20টির বেশি ফ্রি OTT এবং 168 জিবি ডেটা, জানুন খরচ কত
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile