চিলি মোবাইলের Fidget Spinner K188 মোবাইল ভারতে লঞ্চ হল, দাম 1200 থেকে 1300 টাকা

চিলি মোবাইলের Fidget Spinner K188 মোবাইল ভারতে লঞ্চ হল, দাম 1200 থেকে 1300 টাকা
HIGHLIGHTS

চিলি মোবাইলের এফ05 ভারতে এ-জিপিএস টেকনলজি নিয়ে আসা প্রথম ফিচার ফোন

হংকং এর কোম্পানি চিলি ইন্টারন্যাশানাল হোল্ডিং (HK) লিমিট বিশ্বের প্রথম Fidget Spinner K188 মোবাইলকে 188 আর AGPS ফোন এফ05 কে ভারতের বাজারে লঞ্চ করে দিয়েছে। এই ফিচার ফোনের দাম 1200 থেকে 1300 টাকা রাখা হয়েছে। কোম্পানির তরফ থেকে দেওয়া একটি খবর অনুসারে, চিলি মোবাইলস এর এফ05 ভারতে এ-জিপিএস টেকনলজির অন্তর্গত। এই ফোনটি অ্যামাজন, ফ্লিপকার্ট, শপক্লু, পেটিএমে সেপ্টেম্বর 2017’র শেষ অব্দি পাওয়া যাবে। এছাড়া এই ফোনটি ভারতের সমস্ত প্রধান দোকানেও পাওয়া যাবে।

চিলি ইন্টারন্যাশানাল হোল্ডিং (HK) লিমিটের প্রধান (ইন্ডিয়া সেলস) মিশেল ফেং বলেছেন, “নিজেদের প্রথম প্রিভিউ অনলাইনের পর থেকে ইমেজ ইন অন মডেলের জন্য গ্রাহকদের কাছ থেকে ভাল চাহিদা পাওয়া গেছিল। এবার আমাদের প্রধান কাজ ভারতে নিজেদের ব্র্যান্ডেকে শক্তিশালী বানানোর পরেই কে188 আর এফ05 এর সঙ্গে আমরা ভাল ব্যবসা করাতে চাই”।

রিটেলার ক্ষেত্রে 1200 আর 1300 টাকার মাঝেও অন্য দামে পাওয়া স্পিনার মোবাইল কে188 এমন একটি সস্তা গ্যাজেট, যার ব্যবহার Fidget Spinner K188 এর সঙ্গে সঙ্গে নিজেদের স্মার্টফোনের ব্লুটুথ ডিভাইসের মতনও ব্যবহার করা যাবে।

এই ফিজেড স্পিনার ফিচার ফোন আর ব্লুটুথ হেডসেটের কম্বিনেশান। ফোনে ইমেজ, ভিডিও আর ইন্টারনেট এক্সেসেবিলিটির সঙ্গে মিউজিক সাপোর্টের মতন মাল্টিমিডিয়া অপশানও দেওয়া হয়েছে। এই প্রডাক্টটি ভারতে অনলাইন আর অফলাইন স্টোরে রোজ গোল্ড, সিলভার, ব্ল্যাক আর রেড এই আকর্ষণীয় রঙ গুলিতে পাওয়া যাবে।

ইমেজ সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo