মাত্র 12499 টাকায় 5G Smartphone, 16GB RAM সহ Lava Blaze Pro 5G Launched
Lava ভারতে তাদের লেটেস্ট 5G Smartphone লঞ্চ করেছে
Lava Blaze Pro 5G Price ভারতে 15,000 টাকার কম রাখা হয়েছে
Blaze Pro 5G Specification এর কথা বললে, এতে 8GB RAM সহ 8GB ভার্চুয়াল RAM সাপোর্ট দেওয়া হয়েছে
দেশি মোবাইল সংস্থা Lava ভারতে তাদের লেটেস্ট 5G Smartphone লঞ্চ করেছে। Lava Blaze Pro 5G নামে ভারতে আনা হয়েছে এই ফোন। Lava Blaze Pro 5G launched Price ভারতে 15,000 টাকার কম রাখা হয়েছে।
Blaze Pro 5G Specification এর কথা বললে, এতে 8GB RAM সহ 8GB ভার্চুয়াল RAM সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া এতে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ মতো ফিচার রয়েছে। আসুন Lava Latest 5G Smartphone এর ফিচার কী এবং দাম কত জেনে নেওয়া যাক?
আরও পড়ুন: 2000 টাকা দাম কমল Redmi Note 12 ফোন, New Price জানেন কত । Tech News
Lava Blaze Pro 5G Price কত ভারতে
লাভা ব্লেজ প্রো 5G ফোনটি ভারতে 12,499 টাকায় কেনা যাবে। ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলে আসে। ফোনটি সিঙ্গেল ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। ফোনটি দুটি কালার অপশনে কেনা যাবে- Starry Night এবং Radiant Pearl।
Lava Blaze Pro 5G Sale in India কবে
Lava Blaze Pro 5G ফোনের বিক্রি 3 অক্টোবর থেকে শুরু হবে। ফোনটি অফলাইন রিটেল স্টোর ছাড়া ই-কমার্স সাইট Amazon India এবং লাভার অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে।
Lava Blaze Pro 5G Specification
লাভা ব্লেজ প্রো 5G ফোনে 6.78-ইঞ্চি FullHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে, যার সাথে 080 x 2460 পিক্সেল রেজোলিউশন দেওয়া। ফোনের স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া।
পারফরম্যান্সের জন্য Lava Blaze Pro 5G ফোনে MediaTek Dimensity 6020 অক্টো-কোর প্রসেসর দেওয়া।
Lava 5G স্মার্টফোনে 8GB RAM দেওয়া হয়েছে, যা 16GB পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া ফোনে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Lava Blaze Pro 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের পিছনে 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা AI লেন্স সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের করতে ফোনে পাবেন 8MP ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপ দিতে LAVA Blaze Pro 5G ফোনে 5000mAh ব্যাটারি অফার করবে। ফোনটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile