5G স্মার্টফোন কিনতে চান? কিন্তু বাজেট সীমিত? দেখুন ভারতের কিছু সস্তা 5G Smartphone
ভারতে Redmi Note 10T 5G ফোনটির দাম 14,999 টাকা
Poco M4 5G ফোনটির দাম 12,999 টাকা
IQOO Z6 Lite 5G ফোনটির দাম 13,990 টাকা
5G পরিষেবা বেশ কিছুদিন আগেই ভারতে চালু হয়ে গিয়েছে, ধীরে ধীরে বিভিন্ন শহরে সমস্ত টেলিকম সংস্থাগুলো তাঁদের 5G পরিষেবা চালু করছে। একাধিক স্মার্টফোন প্রস্তুতকরণ সংস্থা OTA আপডেট নিয়ে এসেছে। আপনিও কি তাই এবার 5G স্মার্টফোন কিনতে চাইছেন? কিন্তু বাজেট সীমিত? কুছ পরোয়া নেহি। একাধিক ব্র্যান্ডের 5G স্মার্টফোন এখন দারুন সস্তায় পাওয়া যাচ্ছে। তালিকায় আছে Motorola, Poco, Vivo, ইত্যাদির মতো ব্র্যান্ড। একাধিক 5G স্মার্টফোন ভারতে 15,000 টাকার কমে পাওয়া যাচ্ছে। দেখুন সেই তালিকা।
Moto G51 5G
আপনি যদি ক্লিন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যুক্ত ফোন চান তাহলে এই ফোন আপনার পছন্দ হবেই। এটি অ্যান্ড্রয়েড 11 এর সাহায্যে পরিচালিত হয়। 6.8 ইঞ্চির একটি IPS ডিসপ্লে আছে এই ফোনে যেখানে 120 HZ রিফ্রেশ রেট রয়েছে। Snapdragon 480+ প্রসেসর রয়েছে এই ফোনে, সঙ্গে আছে 5000mAh ব্যাটারি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এই ফোনের দাম 14,999টাকা।
Samsung Galaxy F13 5G
যাঁরা 5G স্মার্টফোন কিনতে চান এটা তাঁদের জন্য একটা ভাল অপশন, এখানে গ্রাহকরা 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। সঙ্গে রয়েছে 6.5 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে। এই ফোন ডুয়াল সিম সাপোর্ট করে। সঙ্গে আছে 5000mAh ব্যাটারি এবং প্রাইমারি ক্যামেরায় আছে 50মেগাপিক্সেলের সেন্সর। এই ফোনের দাম 14,990 টাকা।
Redmi Note 10T 5G
Redmi এর ফোনগুলো ভারতে এখন দারুন জনপ্রিয়। আপনি 5G স্মার্টফোন কিনতে চাইলে এই ফোন আপনার পছন্দ হতেই পারে। এখানে আছে 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে, সঙ্গে MediaTek Dimensity 700 প্রসেসর। অ্যান্ড্রয়েড 11 এর সাহায্যে এই ফোন চলে। এখানে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে। এই ফোনের দাম 14,999 টাকা।
Poco M4 5G
এই ফোনে আছে MediaTek Dimensity 700 প্রসেসর। সঙ্গে আছে 90 HZ রিফ্রেশ রেট সহ একটি 6.58 ইঞ্চির একটি ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। এই ফোন সেভেন 5G ব্যান্ড সাপোর্ট করে। এই ফোনের দাম 12,999 টাকা।
IQOO Z6 5G
এই ফোনে আছে Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসর। সঙ্গে পাওয়া যাবে 6.68 ইঞ্চির একটি ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি যেখানে 18 W ফাস্ট চার্জিং এর সুবিধা আছে। এই ফোনের দাম 13,990 টাকা।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile