বিশ্বের প্রথম ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত স্মার্টফোন Vivo, CES 2018তে লঞ্চ করল

বিশ্বের প্রথম ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত স্মার্টফোন Vivo,  CES 2018তে লঞ্চ করল
HIGHLIGHTS

গতমাসে Synaptics জানিয়েছিল যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনলজি নিয়ে আসার জন্য টপ 5 কোম্পানির সঙ্গে চুক্তি করবে

বিশ্বের প্রথম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত স্মার্টফোন নিয়ে CES 2018তে হাজির হল Vivo। কোম্পানি জানিয়েছে যে ইউজাররা ডিসপ্লে বটন টাচ করে এটি ওপেন করতে পারবে।

এই স্মার্টফোনটি প্রোডাকশানের জন্য তৈরি। তবে কোম্পানি এখনও এই ফোনটির বিশেয় অন্য আর কোন খবর দেয়নি। কোম্পানি তাদের এই ফোনটি 2018 সালের প্রথম দিকে নিয়ে আসবে।

আপনাদের বলে রাখি যে গত মাসে Synaptics জানিয়েছিল যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনলজি নিয়ে আসার জন্য তারা টপ 5 কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। এই ফোনটি বেজেল লেস ডিসপ্লের সঙ্গে পাওয়া যাবে।

তবে এর আগের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, Vivo MWC শাংহাই এর সময় তাদের প্রোটোটাইপে এই টেকলজিটি দেখিয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo