Buy Top Samsung Motorola Poco Smartphones under 7000 on Flipkart Mobile sale
Smartphones under 7000: বাড়ির বয়েস্ক বা ছোড় বাচ্চার স্কুলের অনলাইন ক্লাস নেওয়ার ক্ষেত্রে এন্ট্রি লেভেল সেগামেন্টে নতুন স্মার্টফোন কিনবেন ভাবছেন তবে এই খবর আপনার জন্য। আসলে Flipkart সাইটে চলেছে Month End Mobile Festival সেল যা আজ 31 মার্চ পর্যন্ত চলবে। এই সেলের আজ শেষ দিন।
এই খবরে আমরা 7 হাজার টাকার কম দামের স্মার্টফোনের বিষয় বলবো। টপ 3 অপশনগুলি Motorola, Samsung সহ POCO ফোন রয়েছে। এই ফোনে আপনি 12 জিবি পর্যন্ত RAM এবং 50MP পর্যন্ত প্রাইমারি ক্যামেরা পাবেন।
আরও পড়ুন: সস্তায় কেনার সুযোগ OPPO এর 5G Phone, রয়েছে 5100mAh ব্যাটারি এবং ডুয়াল রিয়ার ক্যামেরা
পোকো সি61 ফোনটি 4GB RAM এবং 64GB স্টোরেজ মডেল সহ Flipkart সাইটে 5699 টাকায় লিস্ট করা। সেলে আপনি এই ডিভাইসে 5 শতাংশ ক্যাশব্যাক সহ কিনতে পারবেন। ক্যাশব্যাক এর ক্ষেত্রে গ্রাহকদের ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এই ফোনে ফিচার হিসেবে 6.71- ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। মেইন ক্যামেরা 8MP এবং 5MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রসেসর হিসেবে ফোনটি হেলিও জি36 প্রসেসরে কাজ করে। পাওয়ার দিতে ফোনে 5000mAh এর ব্যাটারি দেওয়া।
স্যামসাং গ্যালাক্সি এফ05 ফোনটি। এতে 4GB RAM এবং 64GB স্টোরেজ মডেল লিস্ট করা যা 6999 টাকায় কেনা যাবে। গ্রাহকদের ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্টে ক্যাশব্যাক দেওয়া হবে। ফিচারের কথা বললে, এই ফোন 6.74-ইঞ্চি ডিসপ্লে অফার করে। প্রসেসর হিসেবে ফোনে রয়েছে হেলিও জি85 চিপসেট। ফোনের মেইন ক্যামেরা 50MP এবং সেলফি ক্যামেরা 8MP দেওয়া।
এই খবরে তৃতীয় ফোন হল মোটোরোলা কোম্পানির এই টিভিটি 6999 টাকায় ফ্লিপকার্টে লিস্ট করা। ফোনটি কেনার সময় আপনি যদি ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। তবে এই ফোনে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া ফোনে এক্সচেঞ্জ অফারও দিচ্ছে কোম্পানি। গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 6999 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।
ফিচার হিসেবে, ফোনে 6.67-ইঞ্চির ডিসপ্লে পাওয়া যাবে। ফোনে মেইন ক্যামেরা 50MP দেওয়া এবং সেলফি হিসেবে 8MP সেন্সর পেয়ার করা। পাওয়ার দিতে ফোনে 5200mAh এর ব্যাটারি রয়েছে। ফোনে RAM বুস্ট ফিচার থেকে মোট 12GB পর্যন্ত RAM বাড়ানো যাবে।
আরও পড়ুন: ভারতে লঞ্চের আগে প্রকাশ্যে এল iQOO Z10 এর দাম, মিড-রেঞ্জ সেগামেন্টে করবে এন্ট্রি