10 হাজার টাকা সস্তা হল 50MP সেলফি ক্যামেরা সহ Samsung 5G ফোন, রয়েছে 8GB RAM

10 হাজার টাকা সস্তা হল 50MP সেলফি ক্যামেরা সহ Samsung 5G ফোন, রয়েছে 8GB RAM
HIGHLIGHTS

মিডরেঞ্জ স্মার্টফোন Samsung Galaxy F55 5G এখন 10 হাজার টাকারও বেশি ছাড়ের সাথে বিক্রি হচ্ছে

স্যামসাং গ্যালাক্সি এফ55 5জি এখন মাত্র 16,600 টাকায় কেনা যাবে

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য গ্যালাক্সি এফ55 5জি ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে

স্যামসাং গত বছর তার Galaxy F-series এর আওতায় মিডরেঞ্জ স্মার্টফোন Samsung Galaxy F55 5G ভারতে লঞ্চ করেছিল। স্টাইলিশ লুক এবং দুর্দান্ত ফিচার সহ এই স্যামসাং 5জি ফোন এখন 10 হাজার টাকারও বেশি ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। দাম কম হওয়ার পর এখন স্যামসাং গ্যালাক্সি এফ55 5জি ফোনটি মাত্র 16,600 টাকায় কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এফ55 ফোনটি কত টাকা সস্তায় বিক্রি হচ্ছে।

Samsung Galaxy F55 5G ফোনের নতুন দাম কত ভারতে

গ্যালাক্সি এফ55 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 26,999 টাকায় লঞ্চ হয়ছিল। এখন এই মডেলটি Amazon সাইটে 16,600 টাকায় বিক্রি হচ্ছে। যার মানে এই মডেলটি 10 হাজার টাকা সস্তায় কেনা যাবে। এই অফারটি পেতে কোনো কুপন অফার বা ব্যাঙ্ক ডিসকাউন্ট লাগবে না।

আরও পড়ুন: Vivo V50e ভারেত লঞ্চের পরেই সস্তা হয় গেল 50MP সেলফি ক্যামেরা এবং 5500mAh ব্যাটারি সহ Vivo V40e 5G ফোন, জানুন নতুন দাম কত

Samsung Galaxy F55 5G  Camera

স্যামসাং গ্যালাক্সি এফ55 5জি ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, গ্যালাক্সি এফ55 5জি ফোনে 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া। এটি 1080×2400 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস অফার করে। প্রসেসর হিসেবে এই ফোনটি কোয়ালকম Snapdragon 7 Gen 1 চিপসেটে কাজ করবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি এফ55 5জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া। এটি 50MP মেইন OIS সেন্সর সহ 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সহ পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।

পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এফ55 5জি ফোনে 5000mAh এর ব্যাটারি দেওয়া যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টা হিসেবে কোম্পানির দাবি যে এটি 4 মেইন ওএস আপডেট পাবে। যার মানে ফোনটি Android 18 তে চালানো যাবে।

আরও পড়ুন: BSNL vs Vodafone idea: 180 দিনের ভ্যালিডিটি সহ দুটি রিচার্জ প্ল্যান, তবুও দামে অনেক পার্থক্য, জানুন কী মিলবে সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo