5000mAh battery phone Realme Narzo N61 Price discount under Rs 8000 on Amazon
কম দামে নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন কিনতে চান তবে আপনি হাই-রিফ্রেশ রেট বা প্রিমিয়াম লুক ডিজাইন রয়েছে realme ফোনে। আমরা যেই Realme Narzo N61 ফোনে দুর্দান্ত ডিল পাওয়া যাচ্ছে। এই ফোনে ফ্ল্যাট ডিসকাউন্ট এবং কুপন ছাড়ে 7000 টাকার কম দামে দামে কেনা যাবে। আসুন জেনে নেওয়া রিয়েলমি নারজো এন61 কত টাকা সস্তায় কেনা যাবে।
বাজেট দামে আসার পরেও এতে দেওয়া ফিচার দুর্দান্ত। এছাড়া রিয়েলমি এন61 ফোনটি IP54 ডাস্ট এবং ওয়াটার রেসিস্টেন্ট রেটিং অফার করে। সাথে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
রিয়েলমি নারজো এন61 ফোনটি ই-কমার্স সাইটে Amazon এ ছাড়ের পর 7499 টাকার শুরুর দামে লিস্ট করা। সাথে এই ফোনে 500 টাকার কুপন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই হিসেবে স্মার্টফোনটি 7000 টাকার কম দামে পাওয়া যাবে।
শুধু তাই নয়, কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে গ্রাহকরা 1000 টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন।
একানেই শেষ নয়, গ্রাহকরা তাদের পুরনো ফোনে 7100 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, নারজো এন61 ফোনে 6.74-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে যা 90Hz রিফ্রেশ রেট এবং 500 নিটস পিক ব্রাইটনেস সহ আসে।
প্রসেসিংয়ের ক্ষেত্রে রিয়েলমি নারজো এন61 ফোনটি Unisoc T612 অক্টা কোর প্রসেসরে কাজ করে। এটি 4GB বা 6GB RAM এবং 64GB বা 128GB স্টোরেজ সহ পেয়ার করা।
আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ নতুন Samsung Galaxy 5G ফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে 32MP রিয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে রিয়েলমি নারজো এন61 ফোনটি 5000mAh ব্যাটারি সহ আসে যা 10W চার্জিং অফার করে।
Note: Amazon Prime Member থাকাতে উপরে দেওয়া প্রোডাক্টে ফাস্ট ডেলিভারি পেতে পারেন। শুধু তাই নয়, Amazon Prime Membership এর একাধিক সুবিধা থাকে। এখানে ক্লিক করে আপনি Amazon Prime Membership সহজে নিতে পারেন।