মাত্র 11999 টাকায় কেনা যাবে 50MP ক্যামেরা সহ Realme Narzo 70X 5G, জানুন কোথায় পাবেন অফার
রিয়েলমি নারজো সিরিজের স্মার্টফোন Realme NARZO 70x 5G চলতি বছরে লঞ্চ হয়ছিল
ছাড়ের পর Amazon Great Indian Festival সেলে রিয়েলমি নারজো 70x 5জি ফোনটি মাত্র 11,999 টাকায় কেনা যাবে
রিয়েলমি নারজো 70X 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে 50MP প্রাইমারি লেন্স এবং 2MP অন্য লেন্স পেয়ার করা
রিয়েলমি নারজো সিরিজের স্মার্টফোন Realme NARZO 70x 5G চলতি বছরে লঞ্চ হয়ছিল। এখন এই বাজেট স্মার্টফোনটি দুর্দান্ত ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে। ছাড়ের পর Amazon Great Indian Festival সেলে ফোনটি মাত্র 11,999 টাকায় কেনা যাবে। শুধু তাই নয়, ফোনটি আসল দাম থেকে অনেকটা কম দামে বিক্রি হচ্ছে।
Realme NARZO 70x 5G ফোনের দাম এবং অফার
কোম্পানি রিয়েলমি নারজো 70x 5জি ফোনে 1500 টাকার কুপন ছাড়ও অফার করছে। এই অফারটি ফোনের 6GB RAM মডেলে পাওয়া যাবে। অফারের পরে ফোনটি 6GB RAM+128GB স্টোরেজ অপশনটি মাত্র 11,999 টাকায় বিক্রি হচ্ছে।
Amazon থেকে রিয়েলমি নারজো 70x 5G ফোনটি কিনতে এখানে ক্লিক করুন
শুধু তাই নয়, কোম্পানি এতে এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। আপনি পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 12,700 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। নারজো 70x 5জি ফোনটি ফরেস্ট গ্রিন এবং আইস ব্লু দুটি কালার অপশনে কেনা যাবে।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা সহ Infinix লঞ্চ করল সস্তা ফ্লিপ ফোন, Samsung Motorola এর সাথে প্রতিযোগিতা
রিয়েলমি নারজো 70x 5জি এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: রিয়েলমি নারজো 70x 5জি ফোনে 6.72-ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। এতে 1080×2400 HD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া।
প্রসেসর: ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস চিপসেট রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়লমি নারজো 70X 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে 50MP প্রাইমারি লেন্স এবং 2MP অন্য লেন্স পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 5000mAh এর বড় ব্যাটারি রয়েছে। এটি চার্জ করতে 45W SuperVOOC চার্জিং পাওয়া যাবে।
আরও পড়ুন: সোজা 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুটি Samsung 5G ফোন, 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile