Amazon Sale-এ দেদার ছাড়! 1500 টাকার কমে Nokia Phone কেনার সুযোগ
অ্যামাজন ওয়েবসাইট গত সপ্তাহে Great Republic Day সেল শুরু হয়েছে
Amazon Sale এর সময় সবচেয়ে সস্তায় Nokia Phone কিনতে চাইছেন, তবে এই খবর আপনার জন্য।
আাপনি যদি বাড়ির বয়স্কদের জন্য নতুন ফোন কিনবেন ভাবছেন, তবে এখানে দেওয়া বিকল্পহুলি একবার দেখে নিতে পারেন
অ্যামাজন ওয়েবসাইট গত সপ্তাহে Great Republic Day সেল শুরু হয়েছে। Amazon Sale চলাকালীন গ্রাহকরা বাম্পার ডিসকাউন্টে বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন। বলে দি যে এই সেল 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে, যা 19 জানুয়ারি পর্যন্ত চলবে। এই সেলে স্মার্টফোন, ইলেকট্রনিক প্রোডাক্টে দুর্দান্ত ছাড় অফার করা হচ্ছে। আপনি যদি এই সময় সবচেয়ে সস্তায় Nokia Phone কিনতে চাইছেন, তবে এই খবর আপনার জন্য।
আাপনি যদি বাড়ির বয়স্কদের জন্য নতুন ফোন কিনবেন ভাবছেন, তবে এখানে দেওয়া বিকল্পহুলি একবার দেখে নিতে পারেন। এই খবরে আমরা বাছাই করা কয়েকটি সস্তা দামের Feature Phone এর তালিকা তৈরি করেছি। এই ফিচার ফোনগুলি শক্তিশালী ডিজাইন, UPI পেমেন্টে মতো সাপোর্ট দেওয়া।
আরও পড়ুন: Moto G34 5G India Sale: 10 হাজার টাকার কমে মটোরোলার 5G ফোন, প্রথম সেলে বাম্পার ডিল!
Nokia 110 (এখান থেকে কিনুন)
ডিল প্রাইস: 1,499
বিল্ট-ইন UPI অ্যাপের সাথে এই ফোনে স্ক্যান এন্ড পে ফিচার পাওয়া যাবে। এছাড়া এতে MP3 প্লেয়ার, রিয়ার ক্যামেরা, বড় ব্যাটারি এবং ভয়েস রিকর্ডরও পাওয়া যাবে।
নোকিয়া ফোনটি সেল চলাকালীন 29 শতাংশ পর্যন্ত ছাড়ে বিক্রি হচ্ছে। ছাড়ের পর এই ফোনটি 2100 টাকার বদলে 1499 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন
Nokia 106 (এখান থেকে কিনুন)
ডিল প্রাইস: 1,249 টাকা
সিঙ্গেল সিম সহ আসা নোকিয়ার এই ফোনে UPI পেমেন্ট সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া এতে ওয়্যারলেস FM রেডিও এবং MP3 প্লেয়ার, বিল্ট-ইন গেম এর মতো ফিচার পাওয়া যাবে। ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট পাওয়া যাবে, যা ফোনের স্টোরেজ বাড়াতে দেবে।
অ্যামাজন সেলে এই ফোন 26 শতাংশ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ছাড়ে পর এটি মাত্র 1249 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন
Nokia All-New 105 Dual (এখান থেকে কিনুন)
ডিল প্রাইস: 1,449
নোকিয়ার এই ফোন ডুয়াল সিম সাপোর্ট সহ আসে। এই কীপ্যাড ফোনে ওয়্যারলেস FM রেডিও সাপোর্ট দেওয়া। এটি একটি 4G সিম সাপোর্ট ফোন। এই ফোনেও UPI পেমেন্ট সাপোর্ট পাওয়া যাবে।
অ্যামাজন সেলে এই ফোনটি 15 শতাংশ ছাড়ে কেনা যাবে। ছাড়ের পর এটি 1449 টাকায় বিক্রি হচ্ছে। এখান থেকে কিনুন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile