Best Camera Phones under 10000: 10 হাজার টাকার কমে কিনুন 108MP থেকে AI ক্যামেরা সহ 5 সেরা স্মার্টফোন, দেখে নিন লিস্ট

Updated on 26-Mar-2025

Best Camera Phones under 10000: ফটোগ্রাফি করতে ভালবাসেন এবং একটি ভাল ক্যামেরা সহ স্মার্টফোন কিনতে চান? এই খবরে আমরা তৈরি করেছি এমন কিছু ফোনের লিস্ট যা 10 হাজার টাকা কম দামে বাজারে আসে। এই তালিকায় আসা স্মার্টফোনগুলি ভাল ক্যামেরা কোয়ালিটি অফার করে। এই লিস্টে রয়েছে Samsung, Redmi, Poco, Motorola স্মার্টফোন।

Samsung Galaxy F06 5G

স্যামসাং গ্যালাক্সি এফ06 5জি ফোন 50MP মেইন ক্যামেরা এবং 2MP ডেপথ ক্যামেরা সহ আসে। এটি কোম্পানির লেটেস্ট বাজেট ফোন। এতে 8MP সেলফি শুটার পাওয়া যাবে। কোম্পানি এই ফোনে 10X পর্যন্ত ডিজিটাল জুম এবং LED ফ্ল্যাশ সাপোর্ট দিয়েছে। ফ্লিপকার্ট সাইটে 9499 টাকায় কেনা যাবে এই ফোন।

আরও পড়ুন: POCO F7 ফোনে থাকবে Snapdragon 8s Elite প্রসেসর, ভারতীয় লঞ্চ টাইমলাইন লিক

POCO C75 5G

Best Camera Phones under 10000Best Camera Phones under 10000

পোকো সি75 5জি ফোনে 50MP সোনি ডুয়াল ক্যামেরা এবং 5MP সেলফি শুটার পাওয়া যাবে। দুর্দান্ত ক্যামেরা ফিচার সহ পোকো ফোনটি 7999 টাকায় কেনা যাবে।

Redmi 14C

রেডমি 14সি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এটি 50MP প্রাইমারি শুটার এবং একটি সেকেন্ডারি ক্যামেরা সহ আসে। ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা দেওয়া। রেডমি 14সি ফোনটি 9999 টাকায় কেনা যাবে।

Moto G45 5G

মোটো জি45 5জি ফোনে 50MP প্রাইমারি লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া। এটি 16MP সেলফি শুটার সাপোর্ট করে। মোটো ফোনটি 9499 টাকায় কেনা যাবে।

POCO M6 Plus 5G

এই তালিকায় পোকো কোম্পানির আরেকটি ফোন পোকো এম6 প্লাস ফোনটি রয়েছে। ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। এতে 108MP মেইন লেন্স দেওয়া। সাথে 2MP ম্যাক্রো ক্যামেরা পেয়ার করা। পোকো এর এই ফোনে 13MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি ছাড়ের সাথে ফ্লিপকার্টে 10,000 টাকার কম দামে কেনা যাবে।

আরও পড়ুন:

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :