32MP সেলফি ক্যামেরা এবং প্রিমিয়াম লেদার ডিজাইন সহ Motorola 5G ফোন সস্তায় কেনার সুযোগ
Flipkart Smartphones Festive Days সেলে Motorola G85 5G স্মার্টফোনটি দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে
ফ্লিপকার্টে মোটোরোলা জি85 ফোনের 8GB+128GB মডেলটি 16,999 টাকা লিস্ট করা
মোটোরোল জি85 5জি ফোনে প্রিমিয়াম লেদার ডিজাইন, বড় ডিসপ্লে এবং পাওয়ারফুল প্রসেসর মতো ফিচার রয়েছে
মোটোরোলা তার একটি প্রিমিয়াম ডিজাইন সহ 5G স্মার্টফোন কম দামে কেনার সুযোগ দিচ্ছে। আসলে Flipkart Smartphones Festive Days সেলে Motorola G85 5G স্মার্টফোনটি দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। মোটোরোল জি85 5জি স্মার্টফোনটি ফ্লিপকার্ট সেলে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সাথে আরও কম দামে কেনা যাবে। মোটোরোলা ফোনে প্রিমিয়াম লেদার ডিজাইন, বড় ডিসপ্লে এবং পাওয়ারফুল প্রসেসর মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক মোটো জি85 5জি ফোনে কী অফার পাওয়া যাবে।
Motorola G85 5G ফোনটি কত টাকা ছাড়ে কেনা যাবে
ফ্লিপকার্ট সাইটে মোটোরোলা জি85 ফোনটি 16,999 টাকা লিস্ট করা। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি কেনা যাবে। এছাড়া ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলটি 18,999 টাকায় কেনা যাবে। তবে শুধু নয়, এই ফোনে এক্সিস ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি, 18400 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে।
পাশাপাশি, গ্রাহকরা ফ্লিপকার্ট এক্সিস কার্ড দিয়ে পেমেন্ট করলে 5 শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পেতে পারেন।
মোটো জি85 স্মার্টফোনে কী স্পেসিফিকেশন এবং ফিচার রয়েছে
এই ফোনে 6.7-ইঞ্চির FHD+ pOLED ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
ফোনে পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম এর Snapdragon 6s Gen 3 চিপসেট দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে রয়েছে OIS সহ 50MP প্রাইমারি ক্যামেরা। সাথে 8MP আল্ট্রাওয়াইড সেন্সর এবং সেলফি তোলার জন্য 32MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।
ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনে সিকিউরিটি দেওয়া। ডলবি এটমস সহ ডুয়াল স্টিরিও স্পিকার এবং IP54 রেটিং সাপোর্ট করে এই ফোন।
পাওয়ার দিতে মোটো জি85 ফোনে 33W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি রয়েছে। এটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করে।
কোন কোন স্মার্টফোনের সাথে প্রতিযোগিতা করে মোটোরোলা জি85 ফোনের
বাজারে আসা Realme P1, POCO X6, Vivo T3X, Samsung Galaxy M35 5G এবং Realme Narzo 70 Pro ফোনের সাথে মোটোরোলা ফোনের প্রতিযোগিতা হচ্ছে। এই সমস্ত ফোনের দাম 20,000 টাকার কম।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile