95,999 টাকার ফোন 19,999-এ! Samsung Galaxy Z Flip 3-এর উপর কোথায় এই বাম্পার ছাড় মিলছে?

95,999 টাকার ফোন 19,999-এ! Samsung Galaxy Z Flip 3-এর উপর কোথায় এই বাম্পার ছাড় মিলছে?
HIGHLIGHTS

Samsung Galaxy Z Flip 3 ফোনটির উপর বাম্পার ছাড়

95,999 টাকার ফোন এখন মিলছে স্রেফ 19,999 টাকায়

এক্সচেঞ্জ অফার সহ একাধিক অফার আছে এই ফোনে

ভারতীয় বাজারে এখন একাধিক ফোল্ডিং ফোন পাওয়া যায়। আগামীতে একাধিক ফোন লঞ্চ করতে চলেছে। আর তেমনই এখন দেশে উপলব্ধ জনপ্রিয় ফোল্ডিং ফোন হল Samsung Galaxy Z Flip 3।

এই ফোনটি একটি প্রিমিয়াম ফোন। আছে দুর্দান্ত সব ফিচার। তেমন দামটাও আকাশ ছোঁয়া।

কিন্তু এখন যদি বলি এই ফোন ফ্ল্যাট ডিসকাউন্টের পর মিড রেঞ্জের ফোন হিসেবে কিনতে পারবেন? কিংবা এক্সচেঞ্জ অফার যোগ করলে বাজেট ফোন হিসেবে পেয়ে যাবেন এটি তাহলে? কী চমকে উঠলেন তো?

অফারটা হাতছাড়া করতে চাইছেন না নিশ্চয়। ভাবছেন কোথায় এই অফার মিলছে? দেখুন। 

Flipkart -এ এখন Samsung Galaxy Z Flip 3 ফোনটি ব্যাপক সস্তায় কেনা যাচ্ছে। এখানে এখন Flipkart Big Saving Days sale চলছে। আর সেখানেই এই ফোনের উপর বাম্পার অফার পাওয়া যাচ্ছে। 

Samsung Galaxy Z Flip 3

Samsung Galaxy Z Flip 3 ফোনের উপর অফার

এই ফোনটির 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের আসল দাম 95,999 টাকা। কিন্তু এখন এটার উপর ফ্ল্যাট 47% ছাড় আছে। অর্থাৎ এটা অন্য সব অফার বাদে কেবল 49,999 টাকায় কেনা যাচ্ছে। 

এর সঙ্গে আছে এক্সচেঞ্জ অফার। আপনি যদি আপনার পুরনো ফোনের বদলে এই ফোন কেনেন তাহলে আপনি পাবেন 30,000 টাকা পর্যন্ত ছাড়। তবে ক্ষেত্রে আপনার ফোনের অবস্থা ভাল হতে হবে।

আরও পড়ুন: 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হবে Samsung এর আপকামিং ফোন, সামনে এল দাম এবং ফিচার

আপনার পুরনো ফোনের ব্র্যান্ড, কন্ডিশন দেখে ক্তও টাকা ছাড় পাবেন সেটা ঠিক হবে। ধরা যাক যদি 30,000 টাকাই ছাড় পান তাহলে আপনি এটা মাত্র 19,999 টাকায় কিনতে পারবেন। 

95,999 টাকার ফোন এই সেলে আপনি মাত্র 19,999 টাকায় (95,999-49,999-30,000=19,999) কিনতে পারবেন। অর্থাৎ মোট 76,000 টাকা ছাড় পাবেন। 

সঙ্গে আছে No cost EMI -এর সুবিধা। 10% ক্যাশব্যাক পাবেন যদি Axis ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটা করে। IndusInd ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে পাবেন 10% ছাড়। এই অফার এই ফোনের কালো, ক্রিম রঙের মডেলের উপর পাবেন। 

Bumper offer on Samsung Galaxy Z Flip 3

কী কী আছে এই ফোনে! 

এখানে আছে 1.9 ইঞ্চির একটি কভার ডিসপ্লে। 

ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। প্রাইমারি ক্যামেরায় পাবেন 12 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 10 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। 

আরও পড়ুন:Pixel 7a থেকে Poco F5: 2023-এর মে মাসে লঞ্চ হওয়া যে 5 ফোন আপনার নজর কাড়বেই

3300 mAh ব্যাটারি আছে এই ফোনে। 

Qualcomm Snapdragon 888 প্রসেসর আছে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo