ভাল ব্যাটারি লাইফের সঙ্গে সেরা বাজেট ফোন

ভাল ব্যাটারি লাইফের সঙ্গে সেরা বাজেট ফোন
HIGHLIGHTS

বাজেটের মধ্যে ভাল ব্যাটারি লাইফ খুঁজছেন? তবে এখানে দেখুন

Samsung Galaxy M31

 

 

  • ফোনে আছে 6000mAh য়ের ব্যাটারি যা 15W ফাস্ট চার্জ সাপোর্ট করে
  • 64MP র কোয়াড ক্যামেরা সেটআপ
  • 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে

যদি আপনারা এমন একটি স্মার্টফোন চান যা কম দিন চার্জ দিতে হয় তবে  Samsung Galaxy M31 হল সেই ফোন। 6000mAh য়ের ব্যাটারি এই ফোনের অন্যতম বড় বৈশিষ্ট্য। আর এই ফোনে আছে 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে আর এই ফোনে এর সঙ্গে আছে ভরসাযোগ্য 64MP র ট্রিপেল ক্যামেরা।

Xiaommi Recdmi Note 8 Pro

  • ফোনে আছে 4500mAh য়ের বড় ব্যাটারি যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে
  • মিডিয়াটেক হেলিও G90T যুক্ত ফোন
  • 64MP র কোয়াড রেয়ার ক্যামেরা ভাল ডিটেল ছবি তোলে

 

এই Xiaomi Redmi Note 8 Pro একটি অল রাউন্ডার বাজেট সেগমেন্টের ফোন আর এটি এক দিনের লম্বা ব্যাটারি লাইফ দেয়। এই ফোনে আছে 4500mAh য়ের ব্যাটারি যা আপনাদের 18W ফাস্ট চার্জিং সাপোর্ট দেবে। আর এই ফোনে এর সঙ্গে 64MP র কোয়াড রেয়ার ক্যামেরা আছে আর ফোনে আপনারা পাবেন গেমিংয়ের জন্য লিকুইড কুলিং।

Realme 5 Pro

  • ফোনে 4035mAh য়ের ব্যাটারি আছে যা 20W VOOC 3.0 চার্জিং দেয়
  • ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712SoC যুক্ত
  • এই ফোনে 48MP র ক্যামেরা সুপিরিয়ার হাই শার্প ইমেজ দেয়

এই  Realme 5 Pro ফোনটি বাজেট ফোন যা সফটোয়্যার আর হার্ডওয়্যারের সঠিক মিশ্রন দেয়। ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 712SoC আছে যা ফোনের পার্ফর্মেন্স ভাল করে। আর এর সঙ্গে 4035mAh য়ের ব্যাটারি আছে যা 20W VOOC ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই রিয়েলমি ফোনে আপনারা পাবেন ভরসা যোগ্য 48MP র কোয়াড ক্যামেরা যা শার্প আর ভিভিড ছবি তোলে।

Vivo U20

  • ফোনে আছে বড় 5000mAh য়ের ব্যাটারি যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে
  • এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 SoC আছে
  • ফোনে আছে 16MP র ট্রিপ্লে ক্যামেরা

বাজেট সেগমেন্টের ফোন যা কম দামে পাচ্ছেন। আর এই vivo U20 ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 675 SoC। এই ফোনে আছে ব্রাইট LCD প্যানেল আর এই ফোনে আপনারা পাবেন 5000mAh য়ের ব্যাটারি আর এই ফোনে এর সঙ্গে আছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।

Digit.in
Logo
Digit.in
Logo