BlackBerry KEYone স্মার্টফোনটি 8 আগস্ট ভারতে সেলের জন্য পাওয়া যাবে

BlackBerry KEYone স্মার্টফোনটি 8 আগস্ট ভারতে সেলের জন্য পাওয়া যাবে
HIGHLIGHTS

BlackBerry KEYone ভারতে কোম্পানির প্রথম স্মার্টফোন যাতে ডুয়াল সিম সাপোর্ট আছে

BlackBerry KEYone  স্মার্টফোনটি 8 আগস্ট থেকে ভারতে সেলের জন্য পাওয়া যাবে। এটি অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন থেকে একান যাবে। এটি কালই ভারতে লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোনটির দাম Rs 39,990 রাখা হয়েছে।

আরও ভাল ডিলস এখানে দেখুন

BlackBerry KEYone ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 4.5ইঞ্চির ফুল HD (1620×1080 পিক্সাল) IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এর পিক্সাল ডেনসিটি 433ppi। এই ফোনটি কর্নিং গ্লাস দিয়ে প্রোটেকডেট। এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 অক্টা কোর SoC ক্লকড 2GHz, 4GB র‍্যাম আর অ্যাড্রিনো 506 GPU যুক্ত। এই ফোনটিতে 64GB ইনবিল্ড স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 2TB অব্দি বাড়ানো যায়।

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমে চলে। এটি 3505 mAh এর কুইক চার্জ ব্যাটারি 3.0  যুক্ত। যা প্রায় 36 মিনিটে 50 শতাংশ অব্দি চার্জ হয়ে যায়। ক্যামেরাতে আপনি সোনি IMX378 সেন্সারের সঙ্গে 12 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল আর ফ্লাশের মডিউলারের সঙ্গে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি হাইব্রিড ডুয়াল SIM, 4G LTE, Wi-Fi, ব্লুটুথ আর USB টাইপ C পোর্ট অফার করে। এই স্মার্টফোনটির মেজারমেন্ট 149.3 x 72.5 x 9.4 mm আর এর ওজন 180 গ্রাম। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo