এটি অ্যান্ড্রয়েড 7.1 অপারেটিং সিস্টেমে কাজ করে, এই ফোনটিতে 3GB র্যাম দেওয়া হয়েছে
BlackBerry KEYone স্মার্টফোনটি 1 আগস্ট ভারতে লঞ্চ হতে পারে। এবার কোম্পানি একটি ইভেন্টের জন্য একটি মিডিয়া ইনভিটেশান পাঠিয়েছে। আর অনুমান করা হচ্ছে যে কোম্পানি ভারতে BlackBerry KEYone ফোনটি নিয়ে আসবে। তবে কোম্পানি এই বিষয়ে কোন খবর দেয়নি। এও বলা হয়নি যে এই ইভেন্টে কোন স্মার্টফোন লঞ্চ করা হবে।
BlackBerry KEYone ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক, এই ফোনটিতে 4.5-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লের রেজিলিউশান 1620 x 1080 পিক্সাল। এই ফোনটিতে একটি QWERTY কিবোর্ড আছে। এই ফোনের LCD প্যানেল গোরিলা গ্লাস 4 এর সঙ্গে দেওয়া হয়েছে। এটি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এই ফোনটিতে 12MP Sony IMX378 সেন্সার দেওয়া হয়েছে, এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটি 8MP’র।
এই ফোনটিতে অক্টা- কোর স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার দেওইয়া হয়েছে। এই ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 7.1। এই ফোনটির র্যাম 3GB’র আর এর ইন্টারনাল স্টোরেজ 32GB’র। এই ফোনের ব্যাটারি 3505mAh এর। কানেক্টিভিটির জন্য ফোনটিতে USB টাইপ- C পোর্ট, ব্লুটুথ, ওয়াইফাই আর 4G LTE এর সাপোর্ট আছে।