ট্রু ভিউ ডিসপ্লের সঙ্গে গেমিং ফোন ব্ল্যাক শার্ক 2 PRO লঞ্চ হয়েছে

ট্রু ভিউ ডিসপ্লের সঙ্গে গেমিং ফোন ব্ল্যাক শার্ক 2 PRO লঞ্চ হয়েছে
HIGHLIGHTS

Black Shark Pro 2 ফোনটি চিনে লঞ্চ হয়েছে

এই ফোনটি 12GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে

ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855+ য়ের সঙ্গে এসেছে

অবশেষে দীর্ঘ সময়ের অপেক্ষার পরে ব্ল্যাক শার্ক 2 প্রো ফোনটি চিনে লঞ্চ হয়েছে। এই ফোনটি RMB 2,999 মানে প্রায় 29,900 টাকায় লঞ্চ হয়েছে। আর এই ফোনে আপনারা 12GB র‍্যাম আর 128GB স্টোরেজ পাবেন। এই ফোনটির বৈশিষ্ট্য এই যে এই ফোনটিতে কোয়াল্কমের ফ্ল্যাগশিপ SoC স্ন্যাপড্র্যাগন 855 প্লাস দেওয়া হয়েছে।

স্মার্টফোনের সঙ্গে কোম্পানি গেমিং হেডসেটও লঞ্চ করেছে যা একটি ইন ইয়ার আর ওভার দ্যা ইয়ার হেডফোন। কোম্পানি বলেছে যে এই ডিভাইসটি AnTuTU তে 500,610 স্কোর পেয়েছে আর এটি সব থেকে বেশি AnTuTU স্কোর।

Xiaomi Black Shark 2 Pro ফোনের দাম

Black Shark 2 Pro ফোনটি চিনে RMB 2,999 প্রাথমিক দামে মানে প্রায় 29,900 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এটি একটি 12GB র‍্যাম আর 128GB স্টোরেজের ভেরিয়েন্ট। আর এই 12GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 3,499 মানে প্রায় 34,900 টাকা। আর চিনে এই ফোনটি 2 আগস্ট বিক্রি করা হবে।

Xiaomi Black Shark 2 Pro ফোনের স্পেসিফিকেশান

সাওমির এই ফোনে আপনারা 6.39 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে পাবেন আর এটি 240Hz স্ক্রিন যুক্ত। আর এই ফোনে আপনারা একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন যা কুইক চার্জ 4.0 সাপোর্ট করে। আর এই ফোনে মোটোরাইজড স্ন্যাপড্র্যাগন 855 প্লাস আছে আছে 2.96 Hz ক্লক স্পিডের।

এই ফোনে আপনারা 12GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ পাবেন আর স্টোরেজ অপশানে 256GB স্টোরেজও আছে। আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর MIUI 10 OS পাবেন। আর এই ফোনে ব্ল্যাক শার্ক ডক 4.0 আছে। আর এই ফোনটিতে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন যা 48MP র ক্যামেরার সঙ্গে 13MP র সেকেন্ডারি ক্যামেরা দিচ্ছে।

ফ্রন্টে এই ফোনে একটি 20MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা কানেক্টিভিটিতে আরও অনেক কিছু পাবেন।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo