Vivo কোম্পানির অনেকেরই বেশ পছন্দের। এই কোম্পানির এমন একাধিক ফোন আছে যেগুলোর দাম 10,000 টাকার মধ্যে। ফলে ভারতের বহু গ্রাহকেরাই এই কোম্পানির ফোন নিজেদের বাজেটের মধ্যে বেছে নিতে পারেন।
আপনিও যদি এই কোম্পানির ফোন পছন্দ করে থাকেন এবং সস্তায় এই কোম্পানির ফোন কিনতে চান তাহলে এই ফোনগুলোর একটি বেছে নিতে পারেন। Vivo এর Y সিরিজের ফোনগুলোর দাম যেমন সস্তা তেমনই এখানে আছে আকর্ষণীয় ডিজাইন।
এটি একটি পকেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এটাও গ্রাহকরা অত্যন্ত কম দামে কিনতে পারবেন। সঙ্গে পাবেন আকর্ষণীয় ফিচার।
এই ফোনে আছে স্টাইলিশ ডিজাইন সহ ভাইব্রেন্ট ডিসপ্লে। এটি মাল্টি টাস্কিংয়ের জন্য আদর্শ। গ্রাহকরা এক ফোনে 6.6 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে আছে।
MTK P35 প্রসেসর আছে এই ফোনে। গ্রাহকরা এখানে 3 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ সহ 4030 mAh ব্যাটারি পাবেন। 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে। এটার দাম 10,000 টাকার মধ্যেই।
স্টাইল আর দুর্দান্ত পারফরমেন্সের একেবারে আদর্শ কম্বিনেশন এটা। এখানে গ্রাহকরা 4.7 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পাবেন। সঙ্গে আছে MediaTek MT 6580 প্রসেসর।
এখানে গ্রাহকরা 16 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। এছাড়া আছে 2200 mAh ব্যাটারি। এই ফোনের ডিজাইন সবার নজর কাড়তে বাধ্য। এটার দাম 9,200 টাকা।
আরও পড়ুন: Asus ZenFone 10 Launched: বিপুল স্টোরেজ আর Snapdragon প্রসেসর নিয়ে এল আসুসের নতুন ফোন, দাম কত?
10,000 টাকার মধ্যে এটা Vivo কোম্পানির অন্যতম সেরা ফোন। এখানে গ্রাহকরা পাবেন 6.22 ইঞ্চির একটি ডিসপ্লে। এটি পরিচালিত হয় MediaTek Helio P52 প্রসেসরের সাহায্যে।
এই ফোনে গ্রাহকরা ডুয়াল রিয়ার ক্যামেরা পাবেন, প্রাইমারি ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেলের সেন্সর সঙ্গে 2 মেগাপিক্সেলের সেন্সর আছে একটি। ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। 4030 mAh -এর মতো একটা শক্তিশালী ব্যাটারি আছে এখানে।
32 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এখানে। এটির দাম 9,600 টাকা।
এই ফোনে আছে 4.5 ইঞ্চির একটি কমপ্যাক্ট ডিসপ্লে সহ 16 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটি পরিচালিত হয় MediaTek MT 6765 Helio P35 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 1900 mAh ব্যাটারি।
ব্যাটারি খুব শক্তিশালী না হলেও এই ফোনের পারফরমেন্স কিন্তু মন্দ নয়। এছাড়া এখানে আছে দারুন ডিজাইন। এই ফোনের দাম 7,500 টাকা।
এই বাজেট ফোন পরিচালিত হয় MediaTek Helio P22 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 6.22 ইঞ্চির একটি বড় ডিসপ্লে। গ্রাহকরা এখানে পাবেন 16 GB ইন্টারনাল স্টোরেজ।
মাল্টি টাস্কিংয়ের জন্য একেবারে আদর্শ এই ফোন। আছে 4030 mAh ব্যাটারি। এটির দাম 9,000 টাকা।
Vivo -এর এই ফোনে গ্রাহকরা পাবেন 6.51 ইঞ্চির একটি HD+ LCD ডিসপ্লে। এই ফোনে আছে MediaTek Helio P35 প্রসেসর। 32 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন এখানে।
এছাড়া আছে 5000 mAh এর মতো শক্তিশালী ব্যাটারি। প্রাইমারি ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর আর সেকেন্ডারি ক্যামেরাতে আছে 2 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় পাবেন 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনটির দাম 7,999 টাকা।
8,999 টাকার এই ফোনে গ্রাহকরা পাবেন 6.51 ইঞ্চির একটি HD+ LCD ডিসপ্লে। এখানে 32 GB ইন্টারনাল স্টোরেজ আছে। MediaTek Helio P22 প্রসেসরের সাহায্যে চলে এটি।
এখানে আছে 5000 mAh ব্যাটারি। স্মুদ পারফরমেন্স পাবেন গ্রাহকরা এই ফোনে।
এখানে আছে 6.51 LCD ডিসপ্লে। এটি পরিচালিত হয় MediaTek Helio P35 প্রসেসরের সাহায্যে। 32 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন এখানে।
5000 mAh এর শক্তিশালী ব্যাটারি আছে এই ফোনে। রোজকার কাজের জন্য ভীষণই আদর্শ এই ফোন। এটিও 10,000 টাকার মধ্যে অন্যতম সেরা ফোন।