মিড রেঞ্জের ফোনগুলোর আলাদাই চাহিদা থাকে বাজারে। অনেকেই এই ধরনের ফোন কিনতে পছন্দ করেন, কারণ দাম থাকে সাধ্যের মধ্যে আবার ফিচার পাওয়া যায় লা-জবাব। Flagship বা প্রিমিয়াম ফোনের মতো আহামরি না হলেও এই ফোনগুলো রোজকার কাজের জন্য একেবারে আদর্শ। আপনি তাই যদি 30,000 টাকা বাজেটের মধ্যে কোনও ফোন কিনতে চান তাহলে দেখুন কোনগুলো বাছতে পারেন।
এই ফোনটির দাম এখন Amazon থেকে কিনলে পড়বে 28,999 টাকা। এখানে একটি বড় সাইজের 6.78 ইঞ্চির Full HD+ ডিসপ্লে রয়েছে যা আপনাকে রোজকার কাজে সাহায্য করবে। MediaTek Dimensity 8200 প্রসেসরের সাহায্যে পেয়ে যাবেন দুর্দান্ত পারফরমেন্সের অভিজ্ঞতা। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা মোটামুটি সাইজের ছবি বা ভিডিও সেভ রাখার জন্য।
Nothing Phone (2) লঞ্চ করে গেলেও 30,000 -এর রেঞ্জের এটি অন্যতম ভালো ফোন। এখানে মাঝারি সাইজের একটি স্ক্রিন আছে 6.55 ইঞ্চির। এখানে Full HD OELD ডিসপ্লে পাবেন, সঙ্গে আছে কর্নিং গোরিলা গ্লাসের 5 সুবিধাও। ফলে স্ক্রিন ফেটে যাওয়া ইত্যাদির ভয় না পেয়ে নিশ্চিন্তে এই ফোন ব্যবহার করতে পারবেন।
এখানে Qualcomm Snapdragon 778G+ প্রসেসর রয়েছে, সঙ্গে 4500 mAh ব্যাটারি। ফলে বুঝতেই পারছেন এই ফোনের ব্যাটারি অত ভালো নয় বিশেষ করে যেখানে এখন অধিকাংশ ফোনে 6000 থেকে 7000 mAh ব্যাটারি আছে। এটি এখন 28,999 টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: iPhone 15 Series Colour Option Tipped: Apple-এর দারুন চমক, এবার গোলাপি রঙে আসছে আপকামিং iPhone 15
Qualcomm Snapdragon 695 5G প্রসেসর রয়েছে এই ফোনে, যা রোজকার কাজকর্মের জন্য মোটামুটি বেশ ভালই। তবে এই ফোনের ব্যাটারি তুলনায় ছোট। 5000 mAh ব্যাটারিও নেই এখানে। মাত্র 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4800 mAh ব্যাটারি পাবেন।
তবে এই ফোন কিন্তু ফোন ফটোগ্রাফির জন্য আদর্শ। এখানে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে। সঙ্গে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবেন যার সাহায্যে দারুন ছবি তোলা সম্ভব। এই ফোনটি 29,999 টাকায় Amazon থেকে এখন কিনতে পারবেন।
এখানে দারুন 144 HZ রিফ্রেশ রেট সহ মাঝারি সাইজের 6.55 ইঞ্চির একটি Full HD ডিসপ্লে রয়েছে যার সাহায্যে সহজেই নির্বিঘ্নে রোজকার কাজ করতে পারবেন। এখানে শক্তিশালী MediaTek Dimensity 8020 প্রসেসর আছে। IP68 রেটিং থাকবে যা আপনার ফোনকে ধুলো জল থেকে বাড়তি সুবিধা দেবে। এই মিড রেঞ্জের ফোনটির দাম পড়বে 29,999 টাকা।
এখানে দুর্দান্ত পারফরমেন্স পাবেন কারণ এই ফোনে আছে Snapdragon 778G প্রসেসর সহ অ্যান্ড্রয়েড 12 রয়েছে। হ্যাঁ, এটি অ্যান্ড্রয়েড 13 -এর বদলে অ্যান্ড্রয়েড 12 -তেই চলে। তবে এখানে 6.67 ইঞ্চির একটি বড় AMOLED ডিসপ্লে রয়েছে যা সিনেমা, সিরিজ বা গেম দেখা বা খেলার ক্ষেত্রে সাহায্য করবে।
এই ফোনে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে যার সাহায্যে দারুন সব ছবি তোলা সম্ভব হবে। কিন্তু এই ফোনে ফ্রন্ট ক্যামেরায় মাত্র 16 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। এটি এখন 20,999 টাকায় কেনা যাচ্ছে।