digit zero1 awards

সেরা স্মার্টফোন কিনতে চান তাও 30,000-এর মধ্যে? OnePlus থেকে Oppo, পেয়ে যাবেন একাধিক ব্র্যান্ডের ফোন

সেরা স্মার্টফোন কিনতে চান তাও 30,000-এর মধ্যে? OnePlus থেকে Oppo, পেয়ে যাবেন একাধিক ব্র্যান্ডের ফোন
HIGHLIGHTS

Oppo Reno 8 5G ফোনটি কিনতে পারেন, 30,000 এর মধ্যেই পেয়ে যাবেন এই দুর্দান্ত ফোন

Nothing Phone 1-ও একটি দুর্দান্ত মিড রেঞ্জের ফোন, এটিও রাখতে পারেন পছন্দের তালিকায়

OnePlus Nord 2T-ও আপনার বাজেটে চলে আসবে যদি আপনি 30,000 এর মধ্যেই ফোন কিনতে চান

বছর শেষ হওয়ার আগেই আপনি নতুন ফোন কিনতে চান? বাজেট 30,000 এর মধ্যেই? তাহলে বলি আপনি এই বাজেটের মধ্যে একাধিক স্মার্টফোন পেয়ে যাবেন তাও বিভিন্ন ব্র্যান্ডের। আর বলাই বাহুল্য এই মিড রেঞ্জের ফোনগুলোতে বিভিন্ন দুর্দান্ত ফিচার পেয়ে যাবেন। তাহলে দেখে নিন 30,000 -এর মধ্যে কোন কোন ফোনগুলো পেয়ে যাবেন আর তাতে কোন কোন ফিচার পাবেন। 

OnePlus Nord 2T

এই ফোনটি MediaTek Dimensity 1300 প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে। এই ফোনে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা মিলবে। সঙ্গে আছে 90 Hz রিফ্রেশ রেট সহ একটি Full HD+ AMOLED ডিসপ্লে। 80W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4500mAh ব্যাটারি আছে এই ফোনে। এই ফোনের বেস মডেলে মিলবে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটির দাম হল 28,999 টাকা। দুটি রঙে মিলবে এই ফোন, একটি হল গ্রে শ্যাডো এবং গ্রিনিশ জেড। 

Oppo Reno 8 5G

এই ফোনে আছে 6.43 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। সুরক্ষার জন্য আছে কর্নিং গোরিলা গ্লাস। এই ফোনটি দুটি ইন্টারনাল স্টোরেজ উপলব্ধ আছে, একটি হল 128 GB এবং আরেকটি হল 25 GB। RAM এর ক্ষেত্রেও দুটি ভ্যারিয়েন্ট উপলব্ধ আছে, 12 GB এবং 8 GB। এই ফোনটি MediaTek Dimensity 1300 octa core প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে যেখানে প্রাইমারি ক্যামেরায় মিলবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, সঙ্গে মিলবে দুটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া আছে 4500mAh ব্যাটারি। অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলবে এই ফোন। ভারতে এই ফোনের 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 29,999 টাকা। এটি তিনটি রঙে উপলব্ধ আছে, ব্ল্যাক, ব্লু এবং সোনালী। 

Best smartphones under 30000

Nothing Phone 1

এই ফোনে আছে 6.55 ইঞ্চির একটি OLED ডিসপ্লে। যেখানে মিলবে 60 থেকে 120 HZ রিফ্রেশ রেট। এছাড়া এটি Qualcomm Snapdragon 778+ প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে। এখানে দুটি RAM ভ্যারিয়েন্ট আছে, 8 GB এবং 12 GB। স্টোরেজের ক্ষেত্রেও মিলবে দুটি ভ্যারিয়েন্ট, একটি হল 128 GB এবং 256 GB। 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4500mAh ব্যাটারি আছে এই ফোনে। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় আছে 50মেগাপিক্সেলের একটি সেন্সর। এটি অ্যান্ড্রয়েড 12এর সাহায্যে চলবে। এই ফোনটির 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 27,499 টাকা।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo