সঠিক বাজেট সঠিক ফোন কেনা সত্যি একটা ঝক্কির বিষয়। তবে ভারতের বাজারে এখন একাধিক মিড রেঞ্জের স্মার্টফোন উপলব্ধ আছে যেখানে গ্রাহকরা ভরপুর ফিচার সহ আকর্ষণীয় সমস্ত ডিজাইন পেয়ে যাবেন। আপনিও যদি 25,000 টাকার মধ্যে সেরা ফোন খুঁজে থাকেন তাহলে দেখুন কোনগুলো পছন্দের তালিকায় রাখতে পারেন আর কেন।
এই ফোনে গ্রাহকরা পেয়ে যাবেন 120 HZ রিফ্রেশ রেট সহ একটি LCD ডিসপ্লে। এই ফোনটি পরিচালিত হয় Snapdragon 695 প্রসেসরের সাহায্যে। এখানে 5000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি পাবেন গ্রাহকরা।
ফোনটি অনেকটা এর উন্নত ভার্সন Nord 3 -এর মতো দেখতে। আর এই ফোনের সবুজ রঙের যে মডেল আছে সেটা যেন আলাদ রকমের সুন্দর এবং স্টাইলিশ। এই ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। পাবেন 8 GB RAM-ও।
আরও পড়ুন: How Use Thread on PC: কেবল ফোন নয়, Meta-এর থ্রেড কি ডেস্কটপেও ব্যবহার করা সম্ভব? কীভাবে?
এই ফোনটির দাম সদ্যই সামান্য বাড়ানো হয়েছে তবুও আপনার বাজেটের মধ্যেই থাকবে। কারণ এটি এখন 23,999 টাকায় বিক্রি হচ্ছে। এই ফোনটি পরিচালিত হয় MediaTek Dimensity 8100 প্রসেসরের সাহায্যে।
এখানে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ আছে। এছাড়া পেয়ে যাবেন 144 HZ রিফ্রেশ রেট যুক্ত একটু LCD ডিসপ্লে। 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5080 mAh ব্যাটারি তো আছেই এই ফোনে।
Redmi -এর এই ফোন জল এবং ধুলো প্রতিরোধ করতে সক্ষম। এখানে IP53 রেটিং আছে। সঙ্গে IR ব্লাস্টার, 3.5 mm অডিও জ্যাক, ইত্যাদিও পাবেন। ফলে বাজেটে যে ভরপুর ফিচার যুক্ত ফোন হিসেবে এটা পাবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।
এটা কেবল 25,000 নয় 20,000 -এর মধ্যেও একটা দুর্দান্ত অপশন। এই ফোনটি যেমন হালকা তেমনই এর ডিজাইন। IQOO -এর এই ফোনের সাহায্যে ছবি তুললে সেটা আপনার নজর কাড়তে বাধ্য।
MediaTek Dimensity 920 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন। এখানে 6 GB RAM আছে। এই ফোনটির দাম 18,999 টাকা।
এই ফোনটি পরিচালিত হয় Qualcomm Snapdragon 778 প্রসেসরের সাহায্যে চলে। এখানে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে যার সাহায্যে দুর্দান্ত ফোন ফটোগ্রাফি করা যায়। এখানে 120 Hz রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে রয়েছে।
67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন এখানে একটি। আছে IP53 রেটিং অর্থাৎ এটি জল এবং ধুলো দুই প্রতিরোধ করতে সক্ষম। 25,000 টাকা বাজেটের মধ্যে এটা অন্যতম সেরা ফোন।