Best Smartphones Under 25,000 in August: মিড রেঞ্জ ফোন কেনার ইচ্ছে? পাওয়ার প্যাক পারফরমেন্স পেতে বাছুন Lava, OnePlus সহ এগুলো

Best Smartphones Under 25,000 in August: মিড রেঞ্জ ফোন কেনার ইচ্ছে? পাওয়ার প্যাক পারফরমেন্স পেতে বাছুন Lava, OnePlus সহ এগুলো
HIGHLIGHTS

ভারতের বাজারে একাধিক স্মার্টফোন রয়েছে যার দাম 25,000 টাকার মধ্যে

এই ফোনে যেমন ভাল ফিচার আছে তেমনই ভাল পারফরমেন্স পাবেন

তালিকায় রাখুন Lava, OnePlus সহ এগুলো

নতুন মাসে নতুন ফোন কিনতে চাইছেন? বাজেট বলতে 25,000? কুছ পরোয়া নেহি, এই দামে একাধিক দুর্দান্ত ফোন পেয়ে যাবেন। ভারতের বাজারে এখন মিড রেঞ্জ ফোনের রমরমা।

আপনি 25,000 টাকার মধ্যে Lava, সহ আর কোন কোন ফোন কিনতে পারবেন দেখুন তালিকা। 

25,000 টাকার মধ্যে সেরা ফোন

Lava Agni 2 5G

ভারতীয় ব্র্যান্ডের অন্যতম সেরা ফোন এটি তাও 25,000 টাকার মধ্যে। এখানে দুরন্ত পারফরমেন্স এর জন্য আছে MediaTek Dimensity 7050 প্রসেসর। যথেষ্ট পরিমাণ RAM এবং ইন্টারনাল স্টোরেজ থাকার দরুন মিডিয়া সেভ করব কি করব না সেটা নিয়েও ভাবতে হয় না এই Lava Agni 2 5G তে। 

120 Hz রিফ্রেশ রেট সহ একটি AMOLED ডিসপ্লে আছে এই ফোনে। ফলে ভিউয়িং এক্সপিরিয়েন্স যে ভালই হবে সেটা স্পষ্ট। মানে গেম খেলা বলুন বা কাজ সবই দারুন ভাবে করতে পারবেন। এই Lava Agni 2 5G ফোনের ক্যামেরাও বেশ ভাল, ঠিকঠাক আলো থাকলে দারুন ছবি ওঠে। 

এখানে পাতলা ডিজাইনের মধ্যে দারুন লুক পাবেন। ফলে বাজেটে দারুন দেখতে ভালো পারফরমেন্স যুক্ত ফোন চাইলে এটা অবশ্যই বাছবেন। 

আরও পড়ুন: Tecno Pova 5 India Launch: বাজেট প্রাইসে আসছে টেকনোর নতুন ফোন, MediaTek প্রসেসর নিয়ে কবে লঞ্চ করছে?

Samsung Galaxy M33 5G

এই ফোনে হয়তো অত নজরকাড়া ডিজাইন নেই কিন্তু বেশ ছিমছাম পরিষ্কার ডিজাইন পাবেন এখানে। 6000mAh ব্যাটারি আছে এই ফোনে, সঙ্গে স্মুদ পারফরমেন্স এবং মাল্টি টাস্কিং এর জন্য Exynos 1280 প্রসেসর আছে। 

120 Hz রিফ্রেশ রেট যুক্ত একটি AMOLED ডিসপ্লে পাবেন এই ফোনে। এছাড়া Samsung এর এই ফোনে ক্লিন ইউজার ইন্টারফেস পা এন। ক্যামেরাও মোটের উপর ঠিকঠাক, ভালই ছবি তোলা যায়। সুতরাং Samsung Galaxy M33 ফোনটি যে 25,000 বিভাগে অন্যতম সেরা ফোন সেটা স্পষ্ট। ভাল ক্যামেরা থেকে স্মুদ পারফরমেন্স সহ বিশাল ব্যাটারি লাইফ সবই পাবেন এখানে। 

OnePlus Nord CE 3 Lite 5G

Best Smartphones Under 25000

এই রেঞ্জের মধ্যে এটি অন্যতম সেরা ফোন। OnePlus এর দারুন অভিজ্ঞতা পেতে পারবেন তাও বাজেটে OnePlus Nord 3 এর মতো ফাটাফাটি ডিজাইন আছে এখানে। সবুজ রঙের মডেলটা আলাদা রকমের স্টাইলিশ। 

120 Hz LCD ডিসপ্লে সহ Snapdragon 695 প্রসেসর পাবেন OnePlus Nord CE 3 Lite 5G তে। অর্থাৎ যেমন ভাল ভিউয়িং এক্সপিরিয়েন্স পাবেন তেমনই মাল্টি টাস্কিং এর সুবিধা থাকবে। এছাড়া এই ফোনে 67W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে। 

OnePlus Nord CE 3 Lite 5G ফোনে সমস্যাবিহীন ভাবেই কাস্টোমাইজেবল ইন্টারফেস পেয়ে যাবেন। 8 GB RAM আছে এই ফোনে। 

আরও পড়ুন: Vivo X90 Pro Deal Alert: বাম্পার অফার ভিভোর ফোনে, 10000 টাকা ছাড়ের পর এখন কত টাকায় কেনা যাচ্ছে?

Poco X5 Pro 5G

এখানে নজরকাড়া ডিজাইন সহ শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি আছে। তাছাড়া দারুন রঙের অপশন পাবেন। Snapdragon 778 প্রসেসরের সাহায্যে চলে এটি ফলে স্মুদ পারফরমেন্স এবং মাল্টি টাস্কিং দুইয়ের সুবিধা পাবেন। 

108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 120 Hz ডিসপ্লে রয়েছে এখানে। ফলে যথেষ্ট আলো থাকলে দারুন ছবি তোলা যাবে। 67W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে Poco X5 Pro 5G ফোনটিতে। 

IP 53 রেটিং আছে Poco X5 Pro 5G তে অর্থাৎ এটি জল এবং ধুলো প্রতিরোধ করতে সক্ষম। ফলে 25,000 টাকার মধ্যে ভাল ফোন খুঁজলে এটাকে অবশ্যই বাছতে পারেন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo