Best Smartphones Under 10,000: সীমিত বাজেটেই পাবেন দুর্দান্ত ফিচার ঠাসা ফোন, তালিকায় রাখুন Redmi, Oppo সহ এগুলো

Updated on 31-Jul-2023
HIGHLIGHTS

ভারতের বাজারে এখন বিভিন্ন ধরনের বাজেট ফোন উপলব্ধ আছে

10,000 -এর মধ্যে পেয়ে যাবেন একগুচ্ছ ফোন

তালিকায় রাখুন Redmi 12C, Oppo A15S সহ এই ফোনগুলো

ভারতের বাজারে যেমন প্রিমিয়াম ফোন আছে, তেমনই বাজেট ফোন। তবে দ্বিতীয়র চাহিদা বোধহয় তুলনায় একটু বেশিই। কিন্তু অনেকেই ভাবেন 10,000 টাকার মধ্যে কি আর ভাল ফোন পাব যেখানে অনেক ফিচার থাকবে। তাহলে বলি অবশ্যই পাবেন। আপনার বাজেট যদি মাত্র 10,000 টাকা হয় তাহলে দেখুন এর মধ্যে কোন ফোনগুলো কিনতে পারবেন। 

Redmi 12C

এই ফোনটিতে স্মুদ পারফরমেন্সের জন্য আছে MediaTek Helio G85 প্রসেসর। এটির এমনই দাম 13,999 টাকা হলেও এটি এখন মাত্র 8,499 টাকায় কেনা যাবে। Amazon -এ উপলব্ধ আছে এই ফোন। 

এখানে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। 6.71 ইঞ্চির একটি বড় HD+ ডিসপ্লে আছে। 5000mAh ব্যাটারি তো পাবেনই। 

Oppo A15S

এই ফোনটিও Amazon থেকে এখন বেশ অনেকটাই ছাড়ে কিনতে পারবেন। এটার আসল দাম 14,990 টাকা কিন্তু এখন এটি মাত্র 9,499 টাকায় কেনা যাবে। 

এই ফোনে মোটের উপর ভালই স্টোরেজ আছে, 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। সঙ্গে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। বাকি দুই ক্যামেরায় 2 মেগাপিক্সেলের সেন্সর আর ফ্রন্ট ক্যামেরায় 8 মেগাপিক্সেলের সেন্সর আছে। 

আরও পড়ুন: Moto G14 Launch Date: মটোরোলার নতুন ফোন 1 অগাস্ট এন্ট্রি নিচ্ছে ভারতে, লঞ্চের আগে জানুন কোন ফিচার থাকবে এতে

Realme Narzo 50I Prime

এই ফোনে শক্তিশালী Unisoc T612 প্রসেসর আছে দুর্দান্ত পারফরমেন্স এবং মাল্টি টাস্কিং -এর জন্য। I ফোনে 3 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। হ্যাঁ, এখানে স্টোরেজ ভীষণই কম। তবে 5000mah ব্যাটারি আছে একটি। 

ফোনটির আসল দাম 8,999 টাকা। কিন্তু বর্তমানে এই ফোনটি গ্রাহকরা 6,699 টাকায় কিনতে পারবেন Amazon থেকে। 

Redmi 9A Sport

2 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে। স্টোরেজ কম হলেও এই ফোনে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সঙ্গে 5000mah ব্যাটারিও আছে। তবে চার্জিং স্পিড বড়ই কম, মাত্র 10W।

MediaTek Helio G25 প্রসেসরের সাহায্যে চলা ফোনটির আসল দাম 7,999 টাকা হলেও এটা 7,499 টাকায় এখন Amazon থেকে কেনা যাচ্ছে। 

আরও পড়ুন: Samsung Galaxy Flip 5 Vs Motorola Razr 40 Ultra Vs Oppo Find N2 Flip: বাজারের কোন ফ্লিপ ফোন সেরা? ফিচারের নিরিখে এগিয়ে কে?

Samsung Galaxy M04

MediaTek Helio P35 প্রসেসরের সাহায্যে চলা এই ফোনে অ্যান্ড্রয়েড 12 আছে। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে এই ফোনে। এছাড়া ছবি তোলার জন্য আছে 13 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। 

এই ফোনটির আসল দাম 11,499 টাকা হলেও এটা এখন মাত্র 8,499 টাকা দিয়েই কেনা যাবে। এই ফোনটিও Amazon -এ উপলব্ধ আছে।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :