আপনার কী নতুন বছরে নতুন ফোন কেনার ইচ্ছে আছে? পুরনো ফোনটা জাস্ট আর চলছে না? এদিকে কোনটা কিনবেন বুঝতে পারছেন না? তাহলে আপনাকে একটু বরং সুবিধা করে দেওয়া যাক। 25,000 -এর মধ্যেই এবার ভারতে একাধিক ফোন লঞ্চ হয়েছে। আর এই ফোনগুলোর মধ্যে একাধিক ফোন যেমন বিশেষ ভাবে নজর কেড়েছে, তেমনই সেগুলোর বিক্রি হয়েছে। ফলে এবার দেখে নেওয়া যাক সেই ফোনগুলোর নাম সহ ফিচার।
এই ফোনটিতে গ্রাহকরা পাবেন 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে। ফোনটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে, এছাড়া এখানে আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। Qualcomm Snapdragon 680 Octa Core প্রসেসরের সাহায্যে এটি চলবে। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে। সঙ্গে সেলফি তোলার জন্য এখানে আছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। 5000mAh ব্যাটারি মিলবে এক ফোনে। আর দাম? 25,699টাকা।
এই ফোনে গ্রাহকরা পাবেন 6.95 ইঞ্চির একটি ডিসপ্লে। অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্য চলবে এই ফোন সঙ্গে আছে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। MediaTek Helio G96 প্রসেসরের সাহায্যে এই ফোনটি পরিচালিত হবে। এটি একটি অক্টা কোর প্রসেসর। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় এসব 64 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। Infinix Note 11 Pro -এর দাম হল মাত্র 21,999 টাকা।
এই ফোনের মূল আকর্ষণ কী জানেন? এর অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট এমিটিং ডিসপ্লে। এই ডিসপ্লেটি 6.4 ইঞ্চির। অ্যান্ড্রয়েড 11 -এর সাহায্যে পরিচালিত হয় এই ফোন। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে এই ফোনে। তবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে মেমোরি বাড়ানো যেতে পারে। এই ফোনেও আছে ট্রিপল রিয়ার ক্যামেরা যেখানে প্রাইমারি ক্যামেরায় মিলবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। এছাড়া আছে 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর। সেলফি এবং ভিডিও তোলার জন্য এই ফোনে আছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ফোনে দাম হল 14,499 টাকা।
গ্রাহকরা এই ফোনে বিভিন্ন RAM ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। সঙ্গে মিলবে 64 GB থেকে 128 GB পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্ট। 6.58 ইঞ্চির একটি বড় ডিসপ্লে মিলবে এই ফোনে। 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। সঙ্গে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 16মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনটির দাম 20,900 টাকা।
এই ফোনে মিলবে 6.58 ইঞ্চির একটি ডিসপ্লে। এটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড 10 এর সাহায্যে। এখানেও মিলবে 4 থেকে 6 GB RAM ভ্যারিয়েন্ট, 64 থেকে 128 GB পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্ট। 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে। সঙ্গে আছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের দাম 18,999 টাকা।
এই ফোনে গ্রাহকরা 6.58 ইঞ্চির একটি ডিসপ্লে পাবেন, সঙ্গে আছে 8 GB RAM এর সঙ্গে পাবেন 128 থেকে 256 GB পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্ট। অ্যান্ড্রয়েড 11 এর সাহায্যে পরিচালিত হবে এটি। Qualcomm Snapdragon 480 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোনটি। আছে 5000mAh ব্যাটারি। সঙ্গে মিলবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এই ওজনের দাম 22,990 টাকা।
এই ফোনেও গ্রাহকরা পেয়ে যাবেন 6.58 ইঞ্চির একটি ডিসপ্লে সহ 8 GB RAM এর সঙ্গে পাবেন 128 থেকে 256 GB পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্ট। অ্যান্ড্রয়েড 11 এর সাহায্যে পরিচালিত হবে ফোনটি। Qualcomm Snapdragon 480 প্রসেসরের সাহায্যে এই ফোনটি পরিচালিত হবে। এখানে মিলবে 5000mAh ব্যাটারি সহ 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা । এই ফোনের দাম হল 22,990।