আপনারা যদি 15,000 টাকার মধ্যে সেরা মোবাইল ফোন কিনতে চান তবে আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্যই এসেছে। আমরা আজকে আপনাদের এই দামের মধ্যে সেরা কিছু অ্যান্ড্রয়েড ফোনের বিষয়ে বলব। এই ফোন গুলির ক্যামেরা, পার্ফর্মেন্স ডিসপ্লে ইত্যাদি সবই বেশ ভাল।
আমরা জানি যে এই সময়ে এই দামে ভারতে বেশ কিছু স্মার্টফোন আছে, আর এছাড়া আরও অনেক স্মার্টফোন এই রেঞ্জের মধ্যে লঞ্চ হতেও চলেছে। তবে আপনাদের বলে রাখি যে আমরা যে তালিকাটি বানিয়েছি তা আপনাদের 15,000 টাকা দামের মধ্যে ফোনের কথা মাথায় রেখেই। একটি ভাল ফোন বলতে একজন ইউজার্স যে সব জিনিস সাধারনত বুঝে থাকেন বা চেয়ে থাকেন আমরা সেই সব জিনিস খেয়াল রেখেই এই তালিকাটি তৈরি করেছি। এর মধ্যে সাওমি থেকে ওপ্পো বা হনার সব ব্র্যান্ডের ফোনই আছে। তবে আসুন এই সময়ের 15,000 টাকা দামের মধ্যে ভারতের সেরা স্মার্টফোন গুলি দেখে নেওয়া যাক।
Xiaomi Redmi Note 5 Pro ফোনটির বিষয়ে বলতে হলে প্রথমেই বলতে হয় যে এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 আছে। আর এই ফোনটি 6GB র্যাম যুক্ত। আর এই ফোনে আপনারা 20MP র ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাবেন। আর এই ফোনে সেলফি ক্যামেরার সঙ্গে LED লাইট দেওয়া হয়েছে। আর এই ফোনে পোট্রেট সেলফি ফিচারও দেওয়া হয়েছে আর যা বোখে এফেক্ট দেয়। আর এর সঙ্গে এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটিতে আপনারা 12MP+5Mp র ক্যামেরা পাবেন। আর এই ফোনের ব্যাটারি লাইফও বেশ ভাল।
Honor 8X মোবাইল ফোনটিতে একটি 6.5 ইঞ্চির FHD+TFT IPS নচ ডিসপ্লে আছে, আর এটি 1080×2340 পিক্সালের রেজিলিউশান যুক্ত। আর এই ফোনে অক্টা-কোর হিলিকন কিরিন 710 প্রসেসার আছে, আর এটি কোম্পানির GPU টার্বো টেকের সঙ্গে দেওয়া হয়েছে। আর এছাড়া এতে আপনারা দুটি স্টোরেজ আর র্যামের অপশান পাবেন।
এই ডিভাইসে 4GB/64Gb আর 6GB র্যাম অপশান আছে। আর এটি আপনারা 128GB স্টোরেজ ভেরিয়েন্টেও পেয়ে যাবে। আর এই ফোনে 3,750mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও যুক্ত।
Asus Zenfone Max Pro M1 ফোনটিতে আপনারা 5.99 ইঞ্চির FHD+ 2180×1080 পিক্সাল রেজিলিউশানের সঙ্গে পাবেন। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার দেওয়া হয়েছে।
এই ফোনে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন আর এর একটি 13MP (6GB ভেরিয়েন্টে 16MP) আর একটি 5মেগাপিক্সালের ডুয়াল সেন্সার দেওয়া হয়েছে আর এই ফোনে একটি 8মেগাপিক্সালের (6Gb ভেরিয়েন্টে 16 মেগাপিক্সালের) ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 5,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
Relame 2 Pro ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC যুক্ত আর এইও ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আছে। ফোনটিতে একটি 3,500mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই 6.3 ইঞ্চির FHD+IPS LCD স্ক্রিন যুক্ত ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে।
এই ফোনটিতে 16MP+2MP র ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটির ফ্রন্টে 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
আমরা যদি এই ফোনটির ফিচার্সের বিষয়ে বলি তবে এই ফোনটি ডায়মন্ড ব্ল্যাক ফিনিশের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এর সঙ্গে এই ফোনটি 12 লেয়ার ন্যানো টেক মেটিরিয়ালের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে একটি 6 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনটি ডুয়াল 4G সাপোর্ট যুক্ত। আর এই
ফোনটি 3GB/32GB আর 4GB/64Gb স্টোরেজ ছাড়া 6GB/128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
এই ফোনে আপনারা একটি 3,410mAh য়ের ব্যাটারি পাবেন।
Nokia 5.1 ফোনটির ডিজাইন Nokia 6.1 Plus ফোনটির মতন, এই ডিভাইসে নচ ডিসপ্লে আর গ্লাস ডিজাইন আর রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনে 5.86 ইঞ্চির HD+ (720×1520) ডিসপ্লে পাবেন আর এই ফোনে 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই স্মার্টফোনটি অক্টা-কোর 2.0GHz হেলিও P60 চিপসেট, 3GB র্যাম আর 32GB স্টোরেজ যুক্ত।
Nokia 5.1 Plus ফোনটির ব্যাকে 13MP+5MP র ক্যামেরা আছে আর এই ফোনটির ফ্রন্টে 8MP র AI ক্যামেরা আছে। আর এই ফোনে একটি 3,060mAh য়ের ব্যাটারি আছে ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর।
Nokia 6.1 Plus ফোনটি এজ টু এজ ডিসপ্লে যুক্ত। আর এই ফোনে 5.8 ইঞ্চির FHD+ (2280x1080p) ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। ফোনটির ফ্রন্ট আর ব্যাকে গোরিলা গ্লাস 3 দেওয়া হয়েছে আর এটি গ্লাসি মিডনাইট ব্লু, গ্লসি ব্ল্যাক আর গ্লসি হোয়াইট কালারে পাওয়া যায়।
এই ফোনটিতে অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 636 চিপসেট, 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনটির স্টোরেজ মাইক্রো এসডি কার্ড দিয়ে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। এই ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস আর এর মানে এটি খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড পাইয়ের আপডেট পাবে।