Amazon নিয়ে এলো দুর্দান্ত স্মার্টফোন অফার, কম দামে আকর্ষনীয় ফিচার

Amazon নিয়ে এলো দুর্দান্ত স্মার্টফোন অফার, কম দামে আকর্ষনীয় ফিচার
HIGHLIGHTS

Amazon India তে সেরা মোবাইল অফার Samsung Galaxy, Oneplus 8, Oppo এবং Vivo ফোনে

অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া সেরা স্মার্টফোন ডিল সম্পর্কে

সেরা স্মার্টফোনে রয়েছে দুর্দান্ত ক্যামেরা, অ্যাডভান্সড ডিসপ্লে, নতুন ডিজাইন এবং দুর্দান্ত বিল্ড কোয়ালিটি, আরও দুর্দান্ত পারফরম্যান্স

বর্তমান সময়ে কোনও ভাল স্মার্টফোন কিনতে গেলে গ্রাহকরা সবার প্রথমে যেই জিনিসটা দেখে তা হল কম দামে ভাল ফিচারযুক্ত ডিভাইস। এর পাশাপাশি ফোনে থাকা একটি ভাল ক্যামেরা ও স্টোরেজ। তবে আপনি যদি এই সব ফিচার একটি স্মার্টফোন চাইছেন তাহলে আমরা নিয়ে এসছি আপনাদের জন্য় বাছাই করা কয়েকটি দুর্দান্ত স্মার্টফোন।

Amazon India থেকে আমরা কিছু সেরা স্মার্টফোনের একটি তালিকা নিয়ে এসছি, যেখানে আপনি দুর্দান্ত ক্যামেরা, অ্যাডভান্সড ডিসপ্লে, নতুন ডিজাইন এবং দুর্দান্ত বিল্ড কোয়ালিটি, আরও দুর্দান্ত পারফরম্যান্স সহ পাবেন। আসুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনগুলির দাম ও অফার সম্পর্কে। এইগুলি অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া সেরা স্মার্টফোন ডিল (Amazon Best Deals on Smartphone) সম্পর্কে…

Samsung Galaxy M21

দাম: Rs 15,999
অ্যামাজন অফার: Rs 13,999

Samsung galaxy M21 ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনের স্ক্রিন সুরক্ষিত রাখতে ফোনের ডিসপ্লেতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 3 সুরক্ষা। এছাড়া ফোনটি মিডনাইট ব্লু এবং রাভেন ব্ল্যাক কালার অপশনে পাওয়া য়াবে। 

ক্যামেরার কথা বললে, গ্যালাক্সি M21 ফোনটি 48MP প্রাইমারি ক্যামেরা সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 5MP ডেপথ সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর পাচ্ছে। সেলফি তোলার জন্য ফোনে একটি 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। নাইট মোড এবং প্রো মোড ইত্যাদি ক্যামেরায় পাওয়া যায়। এখান থেকে কিনুন

REDMI NOTE 8 PRO

দাম: Rs 17,999
অ্যামাজন অফার: Rs 16,999

OnePlus 8 Pro এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। OnePlus 8 Pro-তে থাকছে 6.78 ইঞ্চি QHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ফোনে রয়েছে 12জিবি র‍্যাম ও 256জিবি স্টোরেজ। OnePlus 8 Pro-র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX689 সেন্সর। প্রাইমারি ক্যামেরায় অপটিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 5 মেগাপিক্সেল কালার ফিল্টার। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর। এখান থেকে কিনুন

Samsung Galaxy M31

দাম: Rs 17,699
অ্যামাজন অফার: Rs 16,499

Samsung galaxy M31 ফোনটিতে আছে একটি 6.4 ইঞ্চির ফুল HD+ ইনফিনিটি U সুপার AMOLED ডিসপ্লে। আর এই ফোনে আছে 6GB LPDDR4x র‍্যাম যা 64GB আর 128GB র স্টোরেজ যুক্ত। Galaxy M31 ফোনে আছে 64MP র মেন ক্যামেরা যা Samsung GW1 সেন্সার জুতক আর এর অ্যাপার্চার 1.8 আর এউই ফোনে এর সঙ্গে একটি 8MP র আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে আর আছে 5MP র ডেপথ সেনাস্র যা f/2,.2 অ্যাপার্চারের আর সঙ্গে একটি f/2.,2 অ্যাপার্চারের 5Mp র ম্যাক্রো ক্যামেরা আছে। আর ফোনে এর সঙ্গে আছে 32MP র ফ্রন্ট ক্যামেরফা যা f/2.0 অ্যাপার্চারের। এই ফোনে আছে 6000mAh য়ের ব্যাটারি। এখান থেকে কিনুন

HONOR 9X

দাম: Rs 19,999
অ্যামাজন অফার: Rs 16,999

Honor 9X ফোনে রয়েছে 6.59 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, Kirin 710F SoC এবং 6GB র‍্যাম। এছাড়া অনার 9 এক্স ফোনে 16MP র পপ-আপ সেলফি ক্যামেরা, এবং ব্য়াক সাইডে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া যা 48MP প্রাইমারি ক্যামেরা, 8MP-র সেকেন্ডারি ক্যামেরা এবং একটি 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। অনার ঘোষণা করেছে যে ডিভাইসে আরও ভাল কম-আলোক ফটোগ্রাফির জন্য Ultra High ISO যুক্ত করা হবে। ডিভাইসটি দুটি ভেরিয়েন্ট 64GB এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। এখান থেকে কিনুন

OPPO F15

দাম: Rs 22,990
অ্যামাজন অফার: Rs 18,990

OPPO F15 ফোনে আছে 6.3 ইঞ্চির AMOLED ডিসপ্লে। আর এই ফোনে আপনারা কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান পাবেন। Oppo F15 ফোনের ক্যামেরার দিকটি দেখি তবে এই ফোনে আপনারা কোয়াড ক্যামেরা পাবেন যা 48MP (F1.7) মেন ক্যামেরার সঙ্গে, 8MP (F2.25) র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো লেন্স, 2M (F2.4) ন্যানো লেন্স আর 2M (F2.4) র পোট্রেড লেন্স আছে। আর এই ফোনের ফ্রন্টে আছে 16MP র ক্যামেরা যা f/2.0 অ্যাপার্চারের। এই ডিভাইসে আছে 8GB র‍্যাম আর 128GB র স্টোরেজ যা আপনারা 512GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন। এখান থেকে কিনুন

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo