Amazon Prime Days Sale শুরু হয়ে গেল। Amazon -এর এই বার্ষিক সেল 15 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত চলবে। এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক প্রোডাক্টের উপর দুর্দান্ত সব ছাড় পাওয়া যাবে। বাদ যাবে না স্মার্টফোন।
নো cost EMI -এর সুবিধা পাবেন এখানে গ্রাহকরা। সঙ্গে SBI, ICICI -এর ক্রেডিট দিয়ে EMI লেনদেন করলে পাবেন 1,000 টাকা ছাড় আর EMI ছাড়া লেনদেন করলে পাবেন 750 টাকার ছাড়। 5% ছাড় পাবেন Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের সাহায্যে লেনদেন করলে।
এছাড়া HDFC ব্যাংকের কার্ড দিয়ে EMI লেনদেন করলে 1,250 টাকার ছাড় পাবেন। একাধিক ফোনে পেয়ে যাবেন এক্সচেঞ্জ অফার। আপনি যদি এই সময় স্মার্টফোন কিনতে চান তাহলে দেখুন কোন কোন ফোনে অফার পাবেন।
Amazon এর সেলে কোন কোন ফোনে ছাড় পাবেন দেখুন।
দাম: 7,499
অফার প্রাইজ: 5,699
যাঁরা অল্প দামে ভাল ফোন কিনতে চাইছেন তাঁদের জন্য এটা সেরা অপশন। এটি অ্যান্ড্রয়েড গো এর সাহায্যে চলে। Amazon সেলে এই ফোনটি অনেক কম দামেই কেনা যাবে।
এই ফোনে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ আছে। এখানে 6.3 ইঞ্চির একটি HD ডিসপ্লে রয়েছে। সেরা ডিল দেখুন এখানে
দাম: 8,999
অফার প্রাইজ: 5,699
এটিও একটি বাজেট ফোন। এটি পরিচালিত হয় MediaTek Helio G36 প্রসেসরের সাহায্যে। এখানে একটি IPS LCD ডিসপ্লে রয়েছে।
2 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ আছে এই ফোনে। ডুয়াল রিয়ার ক্যামেরা সহ 120 Hz রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে আছে এই ফোনে। সেরা ডিল দেখুন এখানে
দাম: 24,499
অফার প্রাইজ: 18,999
Samsung এর এটি একটি বাজেট ফোন যেখানে গ্রাহকরা দুর্দান্ত সব ফিচার পেয়ে যাবেন। এখানে 120Hz রিফ্রেশ রেট সহ একটি AMOLED ডিসপ্লে আছে। Exynos 1280 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন।
ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। সেরা ডিল দেখুন এখানে
দাম: 21,999
20,000 -এর মধ্যে অন্যতম সেরা ফোন হল এটি। এখানে MediaTek Dimensity 7050 প্রসেসর আছে। গ্রাহকরা এখানে 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন।
এই ফোনটি যেমন স্টাইলিশ তেমনই টেকসই। ফলে বাজেটের মধ্যে সেরা ফোন চাইলে এটা বাছতেই পারেন। 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে এই ফোনে। সেরা ডিল দেখুন এখানে
দাম: 32,999
অফার প্রাইজ: 29,999
এই ফোনটি কিছুদিন আগেই দুর্দান্ত ডিজাইন নিয়ে লঞ্চ করেছে। এটি একটি মিড রেঞ্জের ফোন, এখানে 1 TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাবেন। 120 HZ রিফ্রেশ রেট 6.7 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। সেরা ডিল দেখুন এখানে
আরও পড়ুন: Nothing Phone (2) Vs IQOO Neo 7 Pro: দুই ফোনেই আছে Snapdragon এর এক প্রসেসর, কিন্তু সেরা কে?
দাম: 39,999
অফার প্রাইজ: 33,999
এই ফোনটিও সদ্য লঞ্চ করেছে। এটির বিক্রি আজ থেকেই শুরু হবে। এখানে Snapdragon 8+ Gen 1 প্রসেসর আছে।
এটিও একটি মিড রেঞ্জের ফোন। এখানে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা পাওয়ার জন্য আলাদা গেমিং চিপ আছে। 120W ফাস্ট চার্জিং এর সুবিধা রয়েছে এই ফোনে। সেরা ডিল দেখুন এখানে