আজকের এই তালিকায় ওপ্পো থেকে হুয়াওয়ে সবাই নিজের জায়গা করে নিয়েছে
এমনিতে অনলাইনে স্টোর অ্যামাজন প্রায়ই কোননা কোন জিনিসের ওপর ভাল ডিস্কাউন্ট দেয়। আর আজকে তারা বেশ কিছু ভাল স্মার্টফোনের ওপর ভাল ডিস্কাউন্ট দিচ্ছে। আর আজকে এই তালিকায় ওপ্পো থেকে হুয়াওয়ে সবাই নিজের জায়গা করে নিয়েছে। আসুন তবে দেখা যাক আজকে কোন কোন স্মার্টফোনের ওপর অ্যামাজন কেমন ডিস্কাউন্ট দিচ্ছে।
এই ফোনটি আজকে 10,990 টাকায় কেনা যাবে। এটি একটি ডুয়াল সিমের ফোন আর এর দুটি সিমই 4G VolTE সাপোর্ট করে। এই ফোনের র্যাম 4GB আর এর স্টোরেজ 64GB। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আছে। এখান থেকে কিনুন।
এই ওপ্পোর ফোনটি আজকে অ্যামাজনে 24,990 টাকায় কেনা যাবে। আর এটি একটি ফুল স্ক্রিন ডিসপ্লে। এর র্যাম 6GB। আর এই ফোনটিতে 16MP র প্রাইমারি ক্যামেরা আছে। আর এই ফোনটিতে 3200mAh য়ের ব্যাটারি আছে। এখান থেকে কিনুন।
এই হুয়াওয়ে নোভা ফোনটি আজকে অ্যামাজনে 20,990 টাকায় কেনা যাবে। এই ফোনটি একটি 4GB র্যাম আর 128GB স্টোরেজের ফোন। এই ফোনে 24MP+2MP র ফ্রন্ট ডুয়াল ক্যামেরা আছে আর এই ফোনের রেয়ারে 16MP+2MPর ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
এই হুয়াওয়ে ফোনয়ি আজকে 19,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনে 24MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ফোনটি 64GB র ইন্টারনাল স্টোরেজ যুক্ত।এই ফোনটিতে 16MP+2MPর ডুয়াল প্রাইমারি ক্যামেরা আছে। এখান থেকে কিনুন।
আজকে এই মোটোরোলার স্মার্টফোনটি ব্লাস গোল্ড কালারে অ্যামাজনে কেনা যাবে। আর এই ফোনটি আজকে 11,999 টাকায় কেনা যাবে। এই ফোনের স্টোরেজ 64GB। আর এই ফোনটি 13MP+13MP র ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত। এই ফোনে ডুয়াল LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। এর র্যাম 4GB। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন হতে পারে আর সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।