Best Small Budget Phones-Premium Phones 2023: ছোট প্যাকেট বড় ধামাকা! IQOO, Oppo সহ এই হালকা ফোনে আছে ভরপুর ফিচার

Updated on 21-Jun-2023
HIGHLIGHTS

বাজারে এমন একাধিক ফোন আছে যার সাইজ ছোট

এই ফোনগুলোর সাইজ যাই হোক আদতে পাওয়ার প্যাকড, আছে ভরপুর ফিচার

তালিকায় রাখুন IQOO, Oppo সহ এই ফোনগুলো

ভারতের বাজারে এমন একাধিক ফোন পাওয়া যায় যেগুলোর সাইজ হয়তো বড় নয়, কিন্তু ফিচারের দিক দিয়ে বলুন কিংবা পারফরমেন্সের দিক দিয়ে, সব ভাবেই সেরা। এখানে এখন এমন একাধিক ফোন আছে যা আপনি আপনার বাজেট অনুযায়ী কিনতে পারবেন যদি সাইজে ছোট ফোন চান। তালিকায় রাখুন IQOO, Oppo, iPhone -এর এই মডেলগুলো। 

IQOO Z7s

20,000 -এর মধ্যে এটি অন্যতম সেরা ফোন যার সাইজ ছোট। এই ফোন Snapdragon 695 5G প্রসেসরের সাহায্যে চলে। সঙ্গে পাওয়া যাবে 6 GB RAM এবং 8 GB RAM অপশন।

এই ফোনের প্রাইমারি ক্যামেরায় আছে 64 মেগাপিক্সেলের সেন্সর। 4500 mAh ব্যাটারি সহ 44W ফাস্ট চার্জিং -এর সুবিধা পাওয়া যাবে এই ফোনে। এটির ওজন মাত্র 172 গ্রাম। এটার দাম 18,999 টাকা। 

Google Pixel 6a

এই ফোনটির ওজন মাত্র 175 গ্রাম। ফলে কতটা হালকা এটা বোঝাই যাচ্ছে। সঙ্গে গ্রাহকরা এখানে পাবেন 6.1 ইঞ্চির একটি OLED HDR ডিসপ্লে।

ম্যাজিক ইরেজার সহ একাধিক দুর্দান্ত ক্যামেরা টুল উপলব্ধ আছে Google -এর এই ফোনে। এই ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরার সাহায্যে রাতের বেলায় দুর্দান্ত ছবি তোলা যাবে। এটির দাম 28,999 টাকা। 

Motorola Edge 40

এটি একটি মিড রেঞ্জের ফোন। এটা পৃথিবীর সব থেকে পাতলা 5G ফোন যার দাম মাত্র 29,999 টাকা। এটির ওজন 170 গ্রাম।

আরও পড়ুন: Vivo X100 Pro+ Features Leaked: লঞ্চের আগেই ফাঁস ভিভোর এই ফোনের তথ্য! থাকবে সব থেকে শক্তিশালী Snapdragon প্রসেসর?

ভেগান লেদার ফিনিশ সহ রিয়ার প্যানেল আছে এই ফোনে। 6.55 ইঞ্চির একটি POLED ডিসপ্লে পাবেন গ্রাহকরা এখানে। মিলবে 144 HZ রিফ্রেশ রেট। 

Asus 8Z

এই ফোনে আছে 5.9 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। এখানে 2400X1080 পিক্সেলের রেজোলিউশন সহ 1100 নিটসের ব্রাইটনেস আছে। ডিসপ্লেতে পাওয়া যাবে 120 Hz রিফ্রেশ রেট।

এই ফোনটির ওজন মাত্র 170 গ্রাম। এখানে গ্রাহকরা পাবেন মাত্র 4400 mAh ব্যাটারি। Qualcomm Snapdragon 888 প্রসেসরের সাহায্যে চলছে এটা। 

8 GB RAM এবং 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে। এটির দাম 42,999 টাকা। 

iPhone 13 Mini

এই ফোনের সাইজ খুবই ছোট ওজন খুব কম, মাত্র 141 গ্রাম। 2021 সালে এই ফোনটি বাজারে লঞ্চ করেছিল। তাই আপনি যদি এই হালকা ফোন চান তাহলে এটি বাছতে পারেন।

এখানে আছে সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। এই ফোনের ক্যামেরায় আছে সিনেমাটিক মোড। যদিও এই ফোনের ব্যাটারি যে খুব বড় সেটা নয়, তবে এখানে 5.5 ইঞ্চির একটি ডিসপ্লে পাবেন। এই ফোনের দাম 64,900 টাকা থেকে শুরু। 

Samsung Galaxy S23

Samsung- এর তরফে সদ্যই এই ফোনের লাইম গ্রিন রঙের একটি মডেল আনা হয়েছে। এই ফোনটির ওজন মাত্র 170 গ্রাম, সঙ্গে পাবেন 6.1 ইঞ্চির একটি 2X AMOLED ডিসপ্লে। এখানে 1080X2340 পিক্সেলের রেজোলিউশন আছে।

আরও পড়ুন: Oppo Reno 8T 5G Deal alert: Oppo-র 38,999-এর ফোন এবার বাড়ি আনতে পারেন 1,299 টাকায়! কীভাবে? দেখুন দুর্দান্ত ডিল

সর্বোচ্চ 1750 নিটসের ব্রাইটনেস আছে ডিসপ্লেতে। পাবেন 3900 mAh ব্যাটারি। এটির দাম 74,999 টাকা থেকে শুরু হচ্ছে। 

Oppo Find N2 Flip

এই ফোনের দাম একটু বেশি, 89,999 টাকা হলেও এটা অন্যতম পাওয়ার প্যাকেড ফোন। এখানে 3.26 ইঞ্চির কভার ডিসপ্লে আছে। এটি একটি কমপ্যাক্ট ফোল্ডেবল ফোন। এই ফোনের ওজন মাত্র 180 গ্রাম।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :