Xiaomi কোম্পানির সাব ব্র্যান্ড হল Redmi। আর Redmi -এর ফোন মানেই সস্তায় পুষ্টিকর! বাজেটের মধ্যে দারুন ফিচার যুক্ত ফোন পাওয়া যায় এখানে।
বিভিন্ন রেঞ্জের একাধিক ফোন উপলব্ধ আছে এই ব্র্যান্ডের। কিন্তু এই বছরে এই সময় দাঁড়িয়ে আপনাকে যদি Redmi -এর ফোন কিনতেই হয় তাহলে কোন ফোন কিনবেন আপনি? আর কেন? দেখুন।
দীর্ঘ বিরতির পর এই ফোনের হাত ধরেই Redmi K সিরিজ ভারতে ফিরেছিল। এখানে 144 Hz রিফ্রেশ রেট সহ Full HD+ Dolby Vision LCD ডিসপ্লে আছে। এটি পরিচালিত হয় অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে যা অ্যান্ড্রয়েড 13 -এ আপগ্রেড করা যাবে।
এই ফোনে আছে MediaTek Dimensity 8100 প্রসেসর। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা আছে এখানে। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে। 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5080 mAh ব্যাটারি আছে।
আরও পড়ুন: 2023 সালে দেশে লঞ্চ হওয়া OnePlus-এর সেরা ক্যামেরা ফোন কোনগুলো? আছে কোন ফিচার
Xiaomi -এর অন্যতম জন্য সিরিজ হচ্ছে এই Note সিরিজ। এই ফোনটির দাম প্রায় 30,000 টাকা হলেও এখানে ফাটাফাটি সব ফিচার আছে। 120 Hz রিফ্রেশ রেট সহ Full HD+ OLED ডিসপ্লে আছে এখানে। 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে।
এই ফোনটি Pro Plus মডেলের থেকে একটু সস্তা। এখানে 120 Hz রিফ্রেশ রেট সহ Full HD+ OLED ডিসপ্লে আছে। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর। বাকি দুটো ক্যামেরায় আছে 8 এবং 2 মেগাপিক্সেলের সেন্সর।
অ্যান্ড্রয়েড 12 সহ 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে। এই ফোনের দাম 25,000 টাকার মধ্যেই।
Redmi Note 12 সিরিজের এটা বেস মডেল। এটার দাম এখন 17,000 টাকারও কম। এখানে আছে 120 Hz রিফ্রেশ রেট সহ Full HD+ AMOLED ডিসপ্লে।
অ্যান্ড্রয়েড 13, Snapdragon 4 Gen 1 প্রসেসরের সাহায্যে চলে এটি। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেলের সেন্সর। 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এখানে।
আরও পড়ুন: 2023-এ ভারতে লঞ্চ হওয়া Samsung-এর সেরা 5G ফোন কিনতে চান? তালিকায় থাক এগুলো
এটি একটি বাজেট ফোন। এখানে MediaTek Dimensity 700 প্রসেসর আছে। 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি আছে এখানে।
অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলে এই ফোন। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে এখানে। 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে। 90 Hz রিফ্রেশ রেট সহ IPS LCD ডিসপ্লে আছে এই ফোনে।