ভারতের বাজারে একাধিক ফোন এখন লঞ্চ করছে। এই মাসে দেশের বাজারে একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে আছে Motorola Edge 40, Narzo N53, ইত্যাদি।
দেশের বাজারে শীঘ্রই লঞ্চ করতে চলেছে Lava Agni 2। এই একই রেঞ্জে কিছুদিন আগে দেশে লঞ্চ করেছে IQOO Z7 এবং OnePlus Nord CE 3 Lite। এই তিনের মধ্যে সেরা কে?:
Lava Agni 2 ফোনে আছে 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে সহ 1080 X 2460 পিক্সেলের রেজোলিউশন। এখানে 120 Hz রিফ্রেশ রেট আছে।
IQOO Z7 ফোনটিতে আছে 6.38 ইঞ্চির একটি ডিসপ্লে যেখানে 1080X 2400 পিক্সেলের রেজোলিউশন সহ 90 HZ রিফ্রেশ রেট পাওয়া যাবে।
OnePlus Nord CE 3 Lite ফোনটিতে আছে 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে এখানে 1080X2460 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে। আছে 120 HZ রিফ্রেশ রেট।
Lava Agni 2 ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড 13, MediaTek Dimensity 7050 প্রসেসর। IQOO Z7 ফোনে আছে অ্যান্ড্রয়েড 13 এবং MediaTek Dimensity 920 প্রসেসর। অ্যান্ড্রয়েড 13 এবং Qulacomm Snapdragon 695 5G প্রসেসরের সাহায্যে চলে OnePlus Nord CE 3 Lite।
আরও পড়ুন:লঞ্চের আগেই ফাঁস OnePlus Fold-এর তথ্য! থাকবে কোন কোন ফিচার?
Lava Agni 2 ফোনটিতে আছে 66W ফাস্ট চার্জিং- এর সুবিধা সহ 47000 mAh ব্যাটারি। IQOO Z7 ফোনে আছে 44W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4500 mAh ব্যাটারি। 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি সহ আছে OnePlus -এর ফোনে।
Lava Agni 2 ফোনটির ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় আছে 50মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর।
IQOO Z7 ফোনটিতে ছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের সেন্সর আছে। আর ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর।
আরও পড়ুন: Realme Narzo N53 Vs Redmi 12C: কোনটি সেরা বাজেট ফোন হিসেবে?
OnePlus Nord CE 3 Lite -এর ফ্রন্ট ক্যামেরাতেও আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় আছে 108 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ দুটো 2 মেগাপিক্সেলের একটি সেন্সর।
Lava Agni 2 ফোনে আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। OnePlus Nord CE 3 Lite ফোনে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। IQOO Z7 ফোনে আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
Lava Agni 2 ফোনটি এখনও দেশে লঞ্চ করেনি। এই ফোনটি মে 24 তারিখে 19,999 টাকায় লঞ্চ করবে।
অন্যদিকে IQOO Z7 ফোনের দাম হল 18,999 টাকা। এই দামে এটি Flipkart থেকে কেনা যায়।
19,999 টাকার বিনিময়ে Amazon, Flipkart থেকে কেনা যাবে OnePlus Nord CE 3 Lite।