সবসময় যে অনেক দামি ফোন কেনা সম্ভব হয় সেটা কিন্তু নয়! কখনও কখনও পকেট ফ্রেন্ডলি দামেই ফোন কিনতে চান অনেকেই। হাত খরচ বাঁচিয়ে আজকাল ভারতে একাধিক ফোন কেনা যায়। কারণ এই ফোনগুলোর সব কটার দামই 10,000 টাকার মধ্যে।
আপনিও যদি সস্তায় ভাল ফোন কিনতে চান দেখুন কোনগুলো বাছবেন আর কেন।
এই ফোনটির দাম মাত্র 9,999 টাকা। এখানে গ্রাহকরা 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। MediaTek Helio G99 -এর মতো শক্তিশালী প্রসেসর আছে এই ফোনে।
50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন এখানে। সঙ্গে 5G পরিষেবা তো আছেই।
এখানে কেবল 4G পরিষেবা পেলেও অন্যান্য সুবিধা হিসেবে থাকবে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। কর্নিং গোরিলা গ্লাস 6 -এর সুরক্ষা পেয়ে যাবেন এখানে। Exynos 850 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন।
50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে। এটার দাম 9,699 টাকা।
এটির দাম মাত্র 8,999 টাকা। এখানে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন। আছে 33W সুপার VOOC চার্জার।
এখানেও 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
Redmi -এর এই ফোনের দাম 8,999 টাকা। এখানে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। বাজেট ফোনে আছে অ্যান্ড্রয়েড 12 সহ MediaTek Helio G85 প্রসেসর। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এখানে।
এই ফোন Flipkart এবং Amazon থেকে 8,999 টাকায় কেনা যাবে। এখানে MediaTek Helio P35 প্রসেসর আছে। 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে এই বাজেট ফোনে। এছাড়া ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের সেন্সর।
এই ফোনটির দাম 8,499 টাকা। এখানেও অ্যান্ড্রয়েড 12 সহ 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে সঙ্গে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আছে 5 মেগাপিক্সেলের সেন্সর।
এই ফোনের দাম মাত্র 6,599 টাকা যা সহজেই হাত খরচ জমিয়ে কিনে ফেলা যায়। এখানে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পাবেন। আছে 3 GB RAM। Cortex A53 প্রসেসরের সাহায্যে চলে এটি।
আরও পড়ুন: Google Drive Storage Problem: ড্রাইভে স্টোরেজের সমস্যা? ঝামেলা থেকে মুক্তি পেতে এই 8 জিনিস চেক করুন
এই ফোনটি সব থেকে সস্তা এই লিস্টের। এটার দাম 5,999 টাকা। এখানে 2 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ আছে।
8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এখানে। এটি পরিচালিত হয় অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে।