Best Phones Under 10,000: Samsung Galaxy M13, Realme Narzo N53 সহ এই ফোনগুলো পাবেন একেবারে পকেট ফ্রেন্ডলি দামে
ভারতে এখন একাধিক ফোন 10,000 টাকার মধ্যেই কেনা যায়
এই পকেট ফ্রেন্ডলি ফোনগুলোয় দারুন পারফরমেন্স সহ অন্যান্য একাধিক ফিচার পাবেন
তালিকায় রাখুন Samsung Galaxy M13, Realme Narzo N53 সহ এইগুলো
সবসময় যে অনেক দামি ফোন কেনা সম্ভব হয় সেটা কিন্তু নয়! কখনও কখনও পকেট ফ্রেন্ডলি দামেই ফোন কিনতে চান অনেকেই। হাত খরচ বাঁচিয়ে আজকাল ভারতে একাধিক ফোন কেনা যায়। কারণ এই ফোনগুলোর সব কটার দামই 10,000 টাকার মধ্যে।
আপনিও যদি সস্তায় ভাল ফোন কিনতে চান দেখুন কোনগুলো বাছবেন আর কেন।
Redmi 11 Prime
এই ফোনটির দাম মাত্র 9,999 টাকা। এখানে গ্রাহকরা 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। MediaTek Helio G99 -এর মতো শক্তিশালী প্রসেসর আছে এই ফোনে।
50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন এখানে। সঙ্গে 5G পরিষেবা তো আছেই।
Samsung Galaxy M13
এখানে কেবল 4G পরিষেবা পেলেও অন্যান্য সুবিধা হিসেবে থাকবে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। কর্নিং গোরিলা গ্লাস 6 -এর সুরক্ষা পেয়ে যাবেন এখানে। Exynos 850 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন।
50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে। এটার দাম 9,699 টাকা।
Realme Narzo N53
এটির দাম মাত্র 8,999 টাকা। এখানে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন। আছে 33W সুপার VOOC চার্জার।
এখানেও 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
Redmi 12C
Redmi -এর এই ফোনের দাম 8,999 টাকা। এখানে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। বাজেট ফোনে আছে অ্যান্ড্রয়েড 12 সহ MediaTek Helio G85 প্রসেসর। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এখানে।
Moto G8 Power Lite
এই ফোন Flipkart এবং Amazon থেকে 8,999 টাকায় কেনা যাবে। এখানে MediaTek Helio P35 প্রসেসর আছে। 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে এই বাজেট ফোনে। এছাড়া ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের সেন্সর।
Samsung Galaxy M04
এই ফোনটির দাম 8,499 টাকা। এখানেও অ্যান্ড্রয়েড 12 সহ 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে সঙ্গে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আছে 5 মেগাপিক্সেলের সেন্সর।
Redmi A1
এই ফোনের দাম মাত্র 6,599 টাকা যা সহজেই হাত খরচ জমিয়ে কিনে ফেলা যায়। এখানে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পাবেন। আছে 3 GB RAM। Cortex A53 প্রসেসরের সাহায্যে চলে এটি।
আরও পড়ুন: Google Drive Storage Problem: ড্রাইভে স্টোরেজের সমস্যা? ঝামেলা থেকে মুক্তি পেতে এই 8 জিনিস চেক করুন
Nokia C12
এই ফোনটি সব থেকে সস্তা এই লিস্টের। এটার দাম 5,999 টাকা। এখানে 2 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ আছে।
8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এখানে। এটি পরিচালিত হয় অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile