Amazon Great Summer Sale শুরু হতে চলেছে, OnePlus 11, Samsung Galaxy S22 সহ এই ফোনে পাবেন বাম্পার ছাড়

Amazon Great Summer Sale শুরু হতে চলেছে, OnePlus 11, Samsung Galaxy S22 সহ এই ফোনে পাবেন বাম্পার ছাড়
HIGHLIGHTS

Amazon -এ শুরু হতে চলেছে Amazon Great Summer Sale

এই সেলে একাধিক ফোনের উপর দারুন ছাড় পাবেন গ্রাহকরা

তালিকায় আছে OnePlus 11, Samsung Galaxy S22

Amazon -এর তরফে তাদের আগামী সেলের কথা ঘোষণা করা হল। Amazon Great Summer Sale আগামী 4 মে দুপুর 12টা থেকে শুরু হতে যাচ্ছে। প্রাইম মেম্বারদের জন্য এই সেল 12 ঘণ্টা আগেই চালু হবে। এখানে ICICI ব্যাংকের গ্রাহকরা ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পাবেন 10% ছাড়। 

এই বিষয়ে উল্লেখযোগ্য Amazon Prime -এর মেম্বারশিপ নিতে হলে এখন বেশি টাকা খরচ করতে হবে। এই E-commerce সাইটের তরফে তাদের কোয়ার্টারলি এবং মাসিক প্ল্যানের দাম বাড়ানো হয়েছে। মাসিক প্ল্যানের দাম 179 থেকে বাড়িয়ে 299 টাকা করা হয়েছে। অন্যদিকে 459 টাকা থেকে বাড়িয়ে 599 টাকা করা হয়েছে কোয়ার্টারলি প্ল্যানের দাম। 

এই সেলে গ্রাহকরা একাধিক ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, স্মার্টওয়াচ, ইত্যাদির উপর ব্যাপক ছাড় পাবেন। এই সেলে কোন কোন ফোনে ব্যাপক ছাড় মিলবে দেখুন। 

Samsung Galaxy S22

এই ফোনটি 72,999 টাকায় লঞ্চ করেছিল দেশে। কিন্তু এখন এই সেলে এই ফোনটি মাত্র 51,999 টাকায় কেনা যাবে। অবশ্য এই দাম ব্যাংক অফার নিয়েইন বর্তমানে এটি 57,999 টাকায় বিক্রি হচ্ছে। 

OnePlus Nord CE 2 Lite

এই ফোনটি এই সেলে 18,999 টাকার বদলে 17,499 টাকা থেকে কেনা যাবে। 

IQOO Z6 Lite 5G

এই ফোনটি দেশে 13,999 টাকায় লঞ্চ করেছিল। কিন্তু এই সেলে এই ফোনটি মাত্র 12,499 টাকায় কেনা যাবে। 

Offers on phones in amazon sale

Samsung Galaxy S20 FE 5G

আসন্ন সেলে এই ফোনটি 34,999 টাকা নয়, বরং মাত্র 24,999 টাকায় কেনা যাবে। 

OnePlus 11 5G

এই ফোনটির আসল 56,999 টাকা হলেও এটা মাত্র 55,999 টাকায় কেনা যাবে এই সেল থেকে। 

Realme Narzo 50i Prime

8,999 টাকায় দেশে লঞ্চ করলেও এই ফোনটি 6,999 টাকায় কেনা যাবে এই সেল থেকে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo