15000 টাকার কম দামে 5 দুর্দান্ত স্মার্টফোন, 108MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি রয়েছে ফোনে

15000 টাকার কম দামে 5 দুর্দান্ত স্মার্টফোন, 108MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি রয়েছে ফোনে
HIGHLIGHTS

আমরা 15000 টাকার কম দামের দুর্দান্ত কিছু স্মার্টফোনের লিস্ট তৈরি করেছি

এই লিস্টে রয়েছে CMF Phone 1, Realme Narzo 70 Turbo, Vivo T3x, Poco X6 Neo, Samsung Galaxy F15 5G মতো স্মার্টফোন

এই দামে স্মার্টফোনগুলি শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা এবং পাওয়ারফুল ব্যাটারি অফার করে

Mobile phones under 15000: বাজেট সেগামেন্টে নিজের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী স্মার্টফোন বাছাই করা একটি বড় টাস্ক। এখানে আমরা 15 হাজার টাকার কম দামের দুর্দান্ত কিছু স্মার্টফোনের লিস্ট তৈরি করেছি। এই দামে স্মার্টফোনগুলি শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা এবং পাওয়ারফুল ব্যাটারি অফার করে। এই লিস্টে রয়েছে CMF Phone 1, Realme Narzo 70 Turbo, Vivo T3x, Poco X6 Neo, Samsung Galaxy F15 5G মতো স্মার্টফোন। আসুন তবে দেখে নেওয়া যাক 15 হাজার টাকার কম দামে কোন স্মার্টফোন হবে আপনার চয়েস।

Best mobile phones under 15000 in December 2024

CMF Phone 1

15 হাজার টাকার কমে আসা ডিভাইসে প্রথম ফোন হল Nothing কোম্পানির সিএমএফ ফোন 1, এটি কোম্পানির প্রথম ফোন যা মিডিয়াটেক Dimensity 7300 প্রসেসর সহ আসে। ফোনের সাথে 8GB RAM এবং 256GB স্টোরেজ পেয়ার করা। স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যাবে। ফোনে 50MP সোনি রিয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া। পাওয়ার দিতে ফোনে পাওয়া যাবে 5000mAh এর ব্যাটারি। ডিসপ্লে হিসেবে এতে রয়েছে 6.67-ইঞ্চি স্ক্রিন যা 120Hz রিফ্রেশ রেট এবং 2000 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।

আরও পড়ুন: Poco M7 Pro আগামীকাল হবে লঞ্চ, বাজেট প্রাইসে অফার করবে দুর্দান্ত ফিচার, জানুন দাম কত হবে

Poco X6 Neo

POCO-X6-Neo-5G Smartphone Under 15000

পোকো এক্স6 নিও ফোনে রয়েছে 6.67-ইঞ্চি ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে। এটি 1080×2400 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। লেটেস্ট মিড রেঞ্জ পোকো ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 চিপসেট কাজ করে। ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা। পোকো এক্স6 নিও ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসে। এতে 108MP প্রাইমারি এবং 2MP ডেপথ সেন্সর রয়েছে। ফ্রন্টে 16MP সেলফি শুটার পাওয়া যাবে। পাওয়ার দিতে এতে 33W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি অফার করে।

Realme Narzo 70 Turbo

রিয়েলমি নারজো 70 টার্বো ফোনের দাম 16,998 টাকা তবে ব্যাঙ্ক অফারে ফোনটি 15 হাজার টাকা দামে কেনা যাবে। নারজো 70 টার্বো ফোনে 6.67-ইঞ্চি Full HD+ AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট এবং 2000 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসসিটি 7300 প্রসেসরে কাজ করে। ফটোগ্রাফির ক্ষেত্রে এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যা 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP পোর্ট্রেট লেন্স সহ আসে। 16MP সেলফি শুটার পাওয়া যাবে এতে। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Vivo T3x

ভিভো কোম্পানির এই ফোনটি 6.72-ইঞ্চি ফ্ল্যাট ফুল ডিসপ্লে সাপোর্ট করে। এতে পাওয়ার দিতে Snapdragon 6 Gen 1 চিপসেট অফার করা হয়েছে। ফোনটি 128GB স্টোরেজ সহ পেয়ার করা। পাওয়ার দিতে স্মার্টফোনে 6000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Vivo T3x 5G

Samsung Galaxy F15 5G

স্যামসাং গ্যালাক্সি এফ15 5জি ফোনটি ফুল HD+ sAMOLED ডিসপ্লে সহ আসে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। বাজেটে ফোনে পাওয়ার দিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর দেওয়া, যা 6GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে।

আরও পড়ুন: নতুন বছরের আগে Vodafone Idea 5G লঞ্চ, 17টি শহরে শুরু হল 5জি পরিষেবা, আপনার এলাকা কী আছে লিস্টে জেনে নিন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo