ভারতীয় বাজারে এমন একাধিক ফোন আছে যেগুলোর দাম 20,000 থেকে 25,000 টাকার মধ্যে। আর এই ফোনে যে ফিচারগুলো সেগুলো সত্যি নজরকাড়া। শুধু তাই নয় এই ফোনগুলোতে পাবেন ফাটাফাটি ডিজাইন।
30,000 টাকার মধ্যে থাকা এই ফোনগুলো অনেক সময়ই Flagship ফোনের চ্যালেঞ্জার হিসেবে ধরা দেয়। তাই আপনার বাজেট যদি খুব বেশি না হয় এদিকে Flagship ফোনের মতো নানা দারুন ফিচার আর ডিজাইন চেয়ে থাকেন ফোনে তাহলে এই ফোনগুলোকে বেছে নিতে পারেন।
আপনি যদি 25,000 টাকার মধ্যেই ফোন চেয়ে থাকেন যেখানে দুর্দান্ত সব ফিচার থাকবে তাহলে আপনি Redmi -এর আল্ট্রা ফাস্ট ফোন থেকে Moto -এর আল্ট্রা স্লিম এই ফোনগুলো বেছে নিতে পারেন। সঙ্গে Oppo -এর গ্লোয়িং ফোন তো আছেই। এই রেঞ্জের মধ্যে থাকা একাধিক নজরকাড়া ফোনের তালিকা দেখুন।
Samsung -এর এই A সিরিজের ফোনে আছে ফাটাফাটি একটি ডিজাইন। এখানে অ্যাম্বিয়েন্ট এজ ডিজাইন আছে সঙ্গে পাবেন ম্যাট ফিনিশ লুক। এখানে আছে 5000 mAh ব্যাটারি।
আরও পড়ুন: Infinix আনছে Note series এর নতুন স্মার্টফোন, থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা
অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন -এর সুবিধা সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে। এছাড়া আছে একটি 5 এবং দুটো 2 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনের দাম 24,999 টাকা।
Redmi Note 12 সিরিজের মাঝের এই ফোনটি কিন্তু 25,000 রেঞ্জের জন্য একদম পারফেক্ট ফিট। এই ফোনে আছে MediaTek Dimensity 1080 প্রসেসর। Sony IMX 766 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে এখানে।
67W ফাস্ট চার্জারের সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এখানে। 15 মিনিটে ফুল চার্জ হয়ে যায় এই ফোনের। এটির দাম 24,999 টাকা থেকে শুরু হয়।
এই রং বদলানো ফোনটির দাম 24,999 টাকা। এখানে আছে রং বদলানো ফ্লুরাইট আগ গ্লাস ব্যাক। 44W চার্জার সহ 4500 mAh ব্যাটারি আছে এই ফোনে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর আছে এখানে।
আরও পড়ুন: Nothing Phone 2 ফোনের ফিচার আবার এল সামনে, 12GB RAM এর সাথে থাকবে শক্তিশালী প্রসেসর
এই ফোনের দাম শুর হচ্ছে 23,999 টাকা থেকে। এটা পৃথিবীর সব থেকে পাতলা ফোন বলেই দাবি করে Motorola। এটা মাত্র 6.79 mm চওড়া। ওজন 155 গ্রাম।
6.55 ইঞ্চির একটি POLED ডিসপ্লে আছে এই ফোনে যেখানে 2400X1800 পিক্সেলের রেজোলিউশন পাবেন। আছে 144 Hz রিফ্রেশ রেট। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে এখানে।
এটির দাম 21,999 টাকা। এখানে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপিক লেন্স আছে যার সাহায্যে আপনি 15 গুণ এবং 30 গুণ মোডে শ্যুট করতে পারবেন। এখানে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে।
আরও পড়ুন: IQOO Neo 8 সিরিজের তথ্য ফাঁস! ছবি থেকে প্রকাশ্যে এল ডিজাইন সহ রং
এই ফোনের দাম 22,999 টাকা। এখানে ফ্ল্যাট এজ ডিজাইন আছে। Qualcomm Snapdragon 778G প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত দুটো স্টোরেজ মডেল আছে এই ফোনের। 120 HZ রিফ্রেশ রেট সহ একটি 6.67 ইঞ্চির ডিসপ্লে পাবেন এই ফোনে।