স্মার্টফোন আজকাল আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আর বাজারে এখন প্রিমিয়াম থেকে মিড রেঞ্জ বা বাজেট ফোন সহ নানা ধরনের ফোন পাওয়া যায়। তাই আপনি যদি বাজেটের মধ্যে হালকা ওজনের ফোন চান তাহলে সেটাও পেয়ে যাবেন। ভারতের বাজারে এখন একাধিক এমন ফোন আছে যেগুলোর দাম 10,000 টাকার মধ্যে আবার ওজন ভীষণ কম।
এই ফোনটির ওজন মাত্র 182 গ্রাম, ফলে মনেই হবে না যে হাতে কিছু ধরে আছেন। এই ফোনে গ্রাহকরা এর সঙ্গে পেয়ে যাবেন 90 HZ রিফ্রেশ রেট সহ 6.74 ইঞ্চির একটি HD IPS LCD ডিসপ্লে। এখানে 180 HZ টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফলে রিফ্রেশ রেট বা টাচ স্যাম্পলিং রেট বেশি না হলেও এই ফোনে স্ক্রিন সাইজ কিন্তু বেশ বড়।
Unisoc T612 প্রসেসরের সাহায্যে চলে এটি, সঙ্গে Mali G57 GPU আছে। স্মুদ পারফরমেন্স পেয়ে যাবেন গ্রাহকরা এখানে। এই ফোনটি দুটো স্টোরেজ মডেলে কেনা যায়, 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ আর 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। ফলে টপ এন্ড মডেলের ক্ষেত্রে স্টোরেজ নিয়ে বিশেষ চিন্তা করতে হবে না।
চলতি বছর লঞ্চ হওয়া এই ফোনের দাম শুরু হচ্ছে 8,999 টাকা দিয়ে, টপ এন্ড মডেলের দাম পড়বে 10,999 টাকা।
এটি Realme -এর তুলনায় সামান্য ভারী। এটার ওজন 184.25 গ্রাম। এই ফোনটি চলে MediaTek Helio G85 প্রসেসরের সাহায্যে, ফলে বুঝতেই পারছেন স্মুদ পারফরমেন্স পাওয়া যাবে এখানে। এছাড়া রয়েছে 6.5 ইঞ্চির একটি মাঝারি সাইজের IPS LCD ডিসপ্লে। এখানে 90 HZ রিফ্রেশ রেট পাবেন।
4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে। তবে 128 GB এর আরও একটি স্টোরেজ মডেল পেয়ে যাবেন গ্রাহকরা এখানে। 50+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে ছবি তোলার জন্য। তবে এই ফোনের চার্জিং স্পিড ভীষণই কম মাত্র 10W।
5000mAh ব্যাটারি যুক্ত এই ফোনটির দাম শুরু হচ্ছে 9,499 টাকা থেকে। টপ এন্ড মডেলের দাম পড়বে 9,999 টাকা।
এই ফোনটির ওজন মাত্র 186 গ্রাম। তবে এটির ক্যামেরা অত হাইফাই নয়। এখানে মাত্র 8 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে।
এই ফোনের স্টোরেজ ভীষণ কম, 3 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন মাত্র। যদিও এটা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়ানো যাবে। MediaTek Octa core প্রসেসরের সাহায্যে চলে বলে ল্যাগবিহীন পরিষেবা পাওয়া যায় এখানে।
এই ফোনের 2 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 8,999 টাকা।
এই বাজেট ফোনের ওজন মাত্র 194 গ্রাম। MediaTek Helio G25 প্রসেসরের সাহায্যে চলা এই ফোনে 6.53 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে রয়েছে। এখানে বেশ ভালো মানের রেজোলিউশন পাওয়া যাবে 1600X728 পিক্সেলের।
আরও পড়ুন: Twitter Logo Change: টুইটারের আকাশে নীল পাখি উড়বে না আর! জায়গা নিতে আসছে 'X'
তবে এখানেও ওই এক সমস্যা, চার্জিং স্পিড মাত্র 10W, কিন্তু 5000mAh ব্যাটারি আছে। 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সহ 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এখানে।
এই বাজেট ফোনের 3 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 8,499 টাকা। আর 9,499 টাকায় কেনা যাবে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ।