আমাদের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে স্মার্টফোন। কথা বলা বলুন, কিংবা মেসেজ পাঠানো, ডকুমেন্ট সেভ করা রাখা হোক বা ছবি তোলা সব কিছুর জন্যই আমরা এখন স্মার্টফোনের উপর নির্ভর করে থাকি। ইদানিংকালে স্মার্টফোনেই এত ভাল মানের ক্যামেরা উপলব্ধ থাকে যে আলাদা করে আর DSLR ক্যামেরার প্রয়োজন হয় না। এটা দিয়েই ফাটাফাটি ছবি তোলা যায়। অনেকেই তো আজকাল ফোন ফটোগ্রাফি করে থাকেন। আপনিও যদি সেই দলে পড়েন আর ফোন ফটোগ্রাফির জন্য সেরা স্মার্টফোন খুঁজে থাকেন 25,000 টাকার মধ্যে তাহলে পছন্দের তালিকায় রাখতে পারেন Motorola Edge 30, Samsung Galaxy A33, ইত্যাদি ফোনগুলোকে।
Flipkart -এ এই ফোনটির দাম রাখা হয়েছে 22,999 টাকা। এই ফোনে গ্রাহকরা পাবেন 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 50 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। এছাড়া এখানে আছে Snapdragon 778G প্রসেসর। 6.5 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে আছে এই ফোনে যেখানে মিলবে 144 HZ রিফ্রেশ রেট।
এখানেও গ্রাহকরা কোয়াড রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন। প্রাইমারি ক্যামেরায় আছে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 12, 5 এবং 2 মেগাপিক্সেলের আরও তিনটি সেন্সর। এই ফোনটি গ্রাহকরা Amazon থেকে কিনতে পারবেন তাও 24,900 টাকায়। এখানে আছে 6.4 ইঞ্চির একটি Full HD+ সুপার AMOLED ডিসপ্লে। Exynos 1280 প্রসেসরের সাহায্যে চলে এটি।
এই ফোনের দাম 24,999 টাকা Flipkart -এ। এখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা আছে। সেলফি তোলার জন্য এই ফোনে আছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। 120 Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির একটি OLED ডিসপ্লে আছে এই ফোনে। MediaTek Dimensity 1080 প্রসেসরের সাহায্যে চলে এটি।
Flipkart- এ এই ফোনটি 24,999 টাকায় কেনা যাচ্ছে। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এখানে প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের একটি সেন্সর মিলবে সঙ্গে 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর আছে। 60W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4500 mAh ব্যাটারি আছে এই ফোনে সঙ্গে MediaTek Dimensity 920 5G প্রসেসর আছে।
108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড রিয়ার ক্যামেরা আছে এখানে। সঙ্গে 8 এবং দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর আছে। সেলফি তোলার জন্য এই ফোনে আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। 120 Hz রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে আছে এই ফোনে। MediaTek Dimensity 900 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। এটির দাম 23,990 টাকা। এটি Flipkart থেকে কেনা যাবে।