হাতে থাকা মুঠোফোন দিয়েই আজকাল দারুন সব মুহূর্ত বন্দি করে রাখা যায়। আজকাল আর আলাদা করে DSLR ক্যামেরার প্রয়োজন পড়ে না। ফোনের ক্যামেরা ফিচার এত ভাল থাকে যে তাতেই কাজ হয়ে যায়। আর তার জন্য পকেটে বিশেষ চাপ দিতে হয় না।
তাই আপনিও যদি অল্প দাম দারুন ক্যামেরা ফোন কিনতে চান দেখুন অপশন।
এটি একটি 5G ফোন, এখানে আপনি দুরন্ত গতি পাবেন যে কোনও কাজের জন্য। এখানে ভাল মানের ছবি তোলার জন্য আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের একটি ডুয়াল রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের সেন্সর।
এই ফোনের ক্যামেরায় আছে প্রো মোড, প্যানরমা মোড, নাইট মোড, HDR, AI ওয়াটারমার্ক, ইত্যাদি। এখানে 5000 mAh ব্যাটারি আছে। সঙ্গে 90 HZ রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি Full HD ডিসপ্লে পেয়ে যাবেন। এটির দাম এখন Amazon -এ 16,999 টাকা।
এই ফোনে গ্রাহকরা পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় আছে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর।
এটার সাহায্যে দুর্দান্ত মানের পোট্রেট ছবি তোলা যায়। Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। আছে 5000 mAh ব্যাটারি। Amazon -এ এই ফোনের দাম 17,999 টাকা।
Lava Blaze 5G
এখানে ট্রিপল AI রিয়ার ক্যামেরা আছে যার সাহায্যে 2K ভিডিও রেকর্ড করা যায়। রিয়ার ক্যামেরায় 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 2 এবং VGA ক্যামেরা আছে। এখানে 8 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা পাবেন।
6.5 ইঞ্চির একটি HD+ IPS LCD ডিসপ্লে পাওয়া যাবে এই ফোনে। MediaTek Dimensity 700 প্রসেসর সহ 5000 mAh ব্যাটারি আছে এখানে। এটির দাম এখন 11,999 টাকা। এটাও Amazon থেকে কেনা যাবে।
এখানে একটু দুর্দান্ত গ্রাফাইট কুলিং ফিল্ম আছে। সঙ্গে থার্মালি কন্ডাকটিভ জেল পেয়ে যাবেন। এখানে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকলেও তার সাহায্যে দারুন ছবি তোলা সম্ভব।
এই ফোনে 50 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। Snapdragon 8 Gen 1 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন।
120 Hz রিফ্রেশ রেট সহ 6.58 ইঞ্চির একটি ডিসপ্লে পাবেন। Amazon -এ এটির দাম 13,999 টাকা।
এই ফোনে কোয়াড ক্যামেরা আছে। প্রাইমারি ক্যামেরায় 108 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে, সঙ্গে 8 এবং দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর পাবেন। এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর।
Redmi- এর এই ফোনে পাবেন 6.43 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। এটার দাম Amazon -এ এখন 16,499 টাকা।
আরও পড়ুন: JioPhone 5G Leaked Images: জিওর 5G ফোনের প্রথম ছবি ফাঁস অনলাইনে, দাম 10,000-এর মধ্যেই?
6.72 ইঞ্চির একটি ডিসপ্লে আছে এই ফোনে। সঙ্গে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর আছে। Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। আছে 500 mAh এর শক্তিশালী ব্যাটারি।
এই ফোনটি এখন Amazon থেকে কিনুন মাত্র 19,999 টাকায়।