আজকাল অধিকাংশ মানুষই ক্যামেরা দিয়েই সেটা মুহূর্তগুলো ধরে রাখেন। যা ভালো লাগে তাই ক্যামেরাবন্দি করেন। আপনিও যদি সেই দলে পড়েন আর পকেটে খুব বেশি চাপ না দিয়েই ক্যামেরা ফোন কিনতে চান তাহলে 15,000 টাকার মধ্যে এই স্মার্টফোনগুলো বেছে নিতে পারেন। তালিকায় Realme, Samsung, সহ একাধিক ব্র্যান্ডের ফোন পেয়ে যাবেন।
গত এপ্রিলে লঞ্চ হওয়া এটি Realme -এর Narzo সিরিজের সব থেকে পাতলা ফোন। এখানে ক্যামেরা ফিচার হিসেবে আছে ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, অটো ফ্ল্যাশ, ডিজিটাল জুম, ইত্যাদির সুবিধা। 90 HZ রিফ্রেশ রেট সহ 6.72 ইঞ্চির একটি ডিসপ্লে আছে।
MediaTek Helio G88 প্রসেসরের সাহায্যে চলে এটি। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। অ্যান্ড্রয়েড 13 সহ 5000 mAh ব্যাটারি পাবেন এই ফোনে। এটির দাম 12,999 টাকা।
এখানে কোয়াড ক্যামেরা আছে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় আছে 20 মেগাপিক্সেলের সেন্সর। 90 HZ রিফ্রেশ রেট সহ 6.4 ইঞ্চির একটি ডিসপ্লে আছে।
Snapdragon 4 Gen 1 প্রসেসরের সাহায্যে চলে এটি। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। অ্যান্ড্রয়েড 12 সহ 5000 mAh ব্যাটারি পাবেন এই ফোনে। এটির দাম 13,499 টাকা।
এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে, ফিচার হিসেবে আছে HD ইমেজ সহ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোট্রেট ক্যামেরা, ইত্যাদির সুবিধা। 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর আছে। 120 HZ রিফ্রেশ রেট সহ 6.58 ইঞ্চির একটি ডিসপ্লে আছে।
আরও পড়ুন: Redmi 12C ফোনে বাম্পার ছাড়, 9000 টাকার কমে ফোনে রয়েছে 50MP ক্যামেরা
MediaTek Dimensity 810 প্রসেসরের সাহায্যে চলে এটি। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। এটির দাম 16,990 টাকা।
এখানে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের সেন্সর।
120 HZ রিফ্রেশ রেট সহ 6.58 ইঞ্চির একটি ডিসপ্লে আছে। Snapdragon 4 Gen 1 প্রসেসরের সাহায্যে চলে এটি। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন।
অ্যান্ড্রয়েড 12 সহ 5000 mAh ব্যাটারি পাবেন এই ফোনে। এটির দাম 13,999 টাকা।
এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের এবং VGA ক্যামেরা আছে। 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে আছে। MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্যে চলে এটি।
4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। অ্যান্ড্রয়েড 12 সহ 5000 mAh ব্যাটারি পাবেন এই ফোনে। এটির দাম 11,999 টাকা।
এখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে। 90 HZ রিফ্রেশ রেট সহ 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে আছে। Unisoc T606 প্রসেসরের সাহায্যে চলে এটি।
6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। অ্যান্ড্রয়েড 11 সহ 5050 mAh ব্যাটারি পাবেন এই ফোনে। এটির দাম 13,190 টাকা।
এখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় 8 মেগাপিক্সেলের সেন্সর আছে। 6.58 ইঞ্চির একটি ডিসপ্লে আছে।
MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্যে চলে এটি। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। অ্যান্ড্রয়েড 12 সহ 5000 mAh ব্যাটারি পাবেন এই ফোনে। এটির দাম 9,999 টাকা।
এখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে আছে। MediaTek Dimensity 810 প্রসেসরের সাহায্যে চলে এটি।
4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। অ্যান্ড্রয়েড 12 সহ 5000 mAh ব্যাটারি পাবেন এই ফোনে। এটির দাম 14,490 টাকা।