Best Camera Phones Under 10,000: সেরা মুহূর্ত বন্দি করুন বাজেট ফোনেই, দুর্দান্ত ছবি পেতে বাছুন এই 4 ডিভাইস

Updated on 23-Jun-2023
HIGHLIGHTS

এখন বাজেট ফোনে পেয়ে যাবেন দুর্দান্ত ক্যামেরা ফিচার

মাত্র 10,000 খরচ করলেই মিলবে বিভিন্ন ব্র্যান্ডের বাজেট ক্যামেরা ফোন

তালিকায় রাখুন Redmi 10, Realme Narzo N53, ইত্যাদিকে

এটা স্মার্টফোনের যুগ। কাজ হোক বা বিনোদন সবেতেই স্মার্টফোনের গুরুত্ব অনস্বীকার্য। আর আজকাল অধিকাংশ মানুষই স্মার্টফোন দিয়ে সমস্ত মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখেন। আলাদা করে ক্যামেরা কেনেন না।

কিন্তু সব সময় অনেক বেশি টাকা দিয়ে স্মার্টফোন কেনা সম্ভব হয় না। তবে প্রিমিয়াম ফোনের মতো কি বাজেট ফোনও দুর্দান্ত ক্যামেরা ফিচার পাওয়া যায়? যায় বইকি। আপনার 10,000 টাকা বাজেট হলে কোন কোন ক্যামেরা ফোন কিনতে পারবেন দেখুন। 

10,000 টাকার মধ্যে ক্যামেরা ফোন –

Realme Narzo N53

এই ফোনটি এই বছরের মার্চ মাসে লঞ্চ করেছে। এখানে গ্রাহকরা পাবেন MediaTek Helio G96 প্রসেসর। এছাড়া 6.6 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে তো আছেই।

ট্রিপল রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন এখানে দুর্দান্ত ছবি তোলার জন্য। আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে এই ফোনে। দাম 8,999 টাকা, এটা Flipkart থেকে কেনা যাবে। 

আরও পড়ুন: JioPhone 5G Leaked Images: জিওর 5G ফোনের প্রথম ছবি ফাঁস অনলাইনে, দাম 10,000-এর মধ্যেই?

Samsung Galaxy F13

এটি একটি ফাটাফাটি বাজেট ক্যামেরা ফোন। এখানে 6.6 ইঞ্চির একটি Full HD LCD ডিসপ্লে পাবেন গ্রাহকরা। আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটিও ট্রিপল রিয়ার ক্যামেরা যুক্ত ফোন।

15W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ শক্তিশালী 6000 mAh ব্যাটারি পাবেন এই ফোনে। MediaTek Helio G80 প্রসেসর আছে স্মুদ পারফরমেন্সের জন্য। এটি Flipkart থেকে 9,699 টাকায় কিনুন। 

Xiaomi Redmi 10

এই ফোনটির দাম Flipkart -এ 9,4999 টাকা রাখা হয়েছে। এখানে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে আছে। এখানে 90 HZ রিফ্রেশ রেট পাবেন। এছাড়া 4 GB RAM এবং 64 ও 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে সঙ্গে MediaTek Helio G88 প্রসেসর।

এই ফোনে কোয়াড ক্যামেরা পাবেন। 50 মেগাপিক্সেলের সেন্সর 8 মেগাপিক্সেলের একটি এবং 2 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর। 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি পাবেন এখানে। 

আরও পড়ুন: IQOO Neo 7 Pro Price Tipped: প্রকাশ্যে এল IQOO-এর আগামী ফোনের সম্ভাব্য দাম, কত দিয়ে ভারতে কেনা যাবে এই ডিভাইস?

Nokia C32

এই ফোনে পেয়ে যাবেন ফাটাফাটি একটি ডিজাইন। 6.52 ইঞ্চির একটি Full HD ডিসপ্লে। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে এই ফোনে। আছে 512 GB ইন্টারনাল স্টোরেজ সহ 5000 mAh -এর মতো শক্তিশালী ব্যাটারি।

অ্যান্ড্রয়েড 13 আছে এই ফোনে। এটা অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি। এটাও Flipkart থেকে মাত্র 9,4999 টাকায় কিনুন।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :